![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখন বড় সুসময় বয়ে যায়।
ঝুপ করে আর অন্ধকার নামে না।
ধীরে ধীরে ফিকে হয় দিনের রঙ, তবু ভয় ।
তাদের ডানা ঝাপ্টানোয় সন্ত্রস্ততা বিরাজমান।
অনেকের থেকে নিজেকে একা করে কেউ,
একা হয় ইচ্ছায়, আগ্রহে, কামনায়।
হায়!আহ্লাদের এই সঙে খুজে ফিরে খড়কুটা ।
মায়া কাটানো আর জড়ানোর একঘেয়ে চক্রে প্রতারিত সব।
ভোরের রবির মতো তেজ নিয়ে,
হারিয়ে যাবার শপথ করে বের হয় কোন এক শালিক
অথবা ফিঙে।মুক্তির আনন্দের বান ডাকে দশ দিক।
অথচ কন্ঠছেড়া বাঁধন হারানোর তীব্র উল্লাস থেমে যায় সহসাই,
বেলা বাড়ার সাথে পাল্লা দিয়ে বাড়ে শঙ্কা।
অবশেষে সব পাখি নীড়ে ফিরে যায়, ফিরে যেতে হয়।
২| ২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪২
জিসান শা ইকরাম বলেছেন: চমত্কার
৩| ২৩ শে জানুয়ারি, ২০১২ সন্ধ্যা ৬:৩৭
আব্দুল্লাহ আল মুক্তািদর বলেছেন: হয়তো পাখির মতো হতে নাই।
পাখিই বরং মানুষের মতো বাইরে রাত কাটাতে শিখুক।
অনেক মানুষের মনের মতো পাখির বাসা রাতের জোছনায়
খালি পড়ে থাকুক। পাখির মতো ঘরে ফেরার
নিয়মিত বদভ্যাস মানুষ-জীবের নাইবা হলো
পাখির মতো তো তাদের দেহজোড়া পাখনা নাই।
©somewhere in net ltd.
১|
২৩ শে জানুয়ারি, ২০১২ দুপুর ১:৪১
লাইলী আরজুমান খানম লায়লা বলেছেন: মন ভাল হয়ে যাওয়া কবিতা