নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

সবার কথা

আহমেদ রশীদ

আহমেদ রশীদ › বিস্তারিত পোস্টঃ

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর জন্য রেজিস্ট্রেশন শুরু

১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৩২



সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানির জন্য অনলাইন নিবন্ধন শুরু হয়েছে। সারা দেশে তিন ধাপে ওই রেজিস্ট্রেশন চলবে। গতকাল রোববার ঢাকা ও বরিশাল বিভাগে প্রথম পর্যায়ের নিবন্ধন শুরু হয়। ওই দুই বিভাগে রেজিস্ট্রেশন শেষ হবে আগামীকাল মঙ্গলবার। লটারি হবে এর পরদিন বুধবার। তবে প্রথম দিনের নিবন্ধনে বিভিন্ন স্থানের ইউনিয়ন তথ্য সেবা কেন্দ্রে ইন্টারনেটের ধীরগতির কারণে নানান সমস্যার কথা জানিয়েছেন সংশ্লিষ্টরা।



এদিকে রেজিস্ট্রেশন চলাকালে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন ফরিদপুরের কোতোয়ালি থানার কাইজুরি ইউনিয়ন পরিষদের মাঠে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন। এ সময় তিনি বলেন, সরকারিভাবে মালয়েশিয়া যেতে দালালদের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। সরাসরি সরকারি ব্যবস্থাপনায় কর্মী পাঠানো হবে। তাই কেউ প্রতারিত হয়ে দালালদের এক টাকাও দেবেন না। অনেকের কাছ থেকে টাকা নিয়ে প্রতারণা করেছে দালাল চক্র। দেশের গরিব মানুষ যেন বিদেশ যেতে দালালের খপ্পরে আর না পড়ে সেজন্য প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় কঠোর নজরদারি করছে।



প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় সূত্র জানায়, রাজশাহী, রংপুর ও সিলেট বিভাগে আজ ১৪ থেকে ১৬ জানুয়ারি



নিবন্ধন এবং ১৭ তারিখ লটারি হবে। এছাড়া খুলনা ও চট্টগ্রাম বিভাগে ১৫ থেকে ১৭ জানুয়ারি নিবন্ধন করা হবে। ওই দুই বিভাগে লটারি হবে ১৮ জানুয়ারি।



প্রতিটি বিভাগে তিন দিনব্যাপী রেজিস্ট্রেশন শেষে জেলা প্রশাসক কার্যালয়ে প্রাথমিকভাবে কম্পিউটারে স্বয়ংক্রিয় পদ্ধতিতে লটারির মাধ্যমে ৩৪ হাজার ৫০০ কর্মীকে নির্বাচন করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের মধ্য থেকে প্রথম পর্যায়ে মালয়েশিয়া পাঠানোর জন্য চূড়ান্তভাবে ১১ হাজার ৫০০ কর্মীকে নির্বাচন করে মোবাইল ফোনে এসএমএসের মাধ্যমে জানানো হবে।



দ্বিতীয় লটারিতে নির্বাচিতদের কর্মী রেজিস্ট্রেশন নম্বর দিয়ে একটি নিশ্চিতকরণ কার্ড দেয়া হবে। উক্ত কার্ডে বাছাই পরীক্ষার জন্য নির্ধারিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নাম, স্থান, তারিখ এবং প্রয়োজনীয় তথ্যাবলী উল্লেখ থাকবে।



সর্বমোট ৪০ হাজার টাকা খরচে শ্রমিকরা মালয়েশিয়া যেতে পারবেন উল্লেখ করে প্রবাসীকল্যাণমন্ত্রী সম্প্রতি এক সংবাদ সম্মেলনে জানান, বিমান ভাড়ার (একপথ) জন্য শ্রমিকদের খরচ হবে ৩১ হাজার পাঁচশ টাকা। এছাড়া স্বাস্থ্য পরীক্ষার জন্য তিন হাজার পাঁচশ টাকা, কল্যাণ ফি ২৫০ টাকা, নন-জুডিশিয়াল স্ট্যাম্প ৩০০ টাকা, ভিসা ফি ১ হাজার ১০০ টাকা, সার্ভিস চার্জ ২ হাজার টাকা, আয়কর ২০০ টাকা, ওরিয়েন্টেশন ট্রেনিং ১ হাজার টাকা এবং বিবিধ খরচ হিসেবে ধরা হয়েছে ১৫০ টাকা।



এ সম্পর্কে আমাদের প্রতিনিধিদের পাঠানো প্রতিবেদনÑ



বরিশাল : বরিশাল জেলার ৮৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে ৭৭টি ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রে ৫০ টাকার বিনিময়ে নিবন্ধিত হচ্ছেন মালয়েশিয়া যেতে আগ্রহীরা। তবে ইন্টারনেট সংযোগে ত্রুটি দেখা দেয়ায় নিবন্ধনে কিছুটা বেগ পেতে হচ্ছে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের।



জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার লতা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নেহাল হোসেন জানান, প্রচ- শীত উপেক্ষা করে ফরম পূরণের জন্য তার পরিষদের সামনে সকাল ৯টা থেকেই শত শত যুবক ভিড় করতে থাকেন। একপর্যায়ে ভিড় সামাল দিতে সেখানে পুলিশ মোতায়েন করা হয়। তথ্যসেবা কেন্দ্রের কর্মীরা জানান, সার্ভার সমস্যার কারণে চাহিদা অনুযায়ী নিবন্ধন করা যাচ্ছে না। তাই নিবন্ধন ইচ্ছুকদের লম্বা লাইন সৃষ্টি হয়েছে।



এদিকে বরিশাল জেলা প্রশাসক কার্যালয়ে এ সংক্রান্ত কন্ট্রোল রুম খোলা হয়েছে। পাঁচ সদস্যের একটি টিম এ কন্ট্রোল রুমে সার্বিক দায়িত্ব পালন করছেন। নিবন্ধন থেকে শুরু করে সবকিছু তদারক করছেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা) মোঃ ওয়াহিদুজ্জামান। তিনি বলেন, জেলার ৭৭টি ইউনিয়ন পরিষদের তথ্যকেন্দ্রে অনলাইনের মাধ্যমে নিবন্ধন করছেন মালয়েশিয়া যেতে আগ্রহী প্রার্থীরা। প্রয়োজনীয় ব্যবস্থা না থাকায় ৮টি ইউনিয়নে নিবন্ধন বন্ধ রয়েছে। নিবন্ধনে ধীরগতির কারণ হিসেবে তিনি বলেন, এক যোগে নিবন্ধনের কাজ শুরু হওয়ায় সার্ভারে সমস্যা দেখা দিয়েছে। তবে দুপুরের পর থেকে পুরোদমে নিবন্ধনের কাজ চলছে বলেও তিনি দাবি করেন।



কন্ট্রোল রুম থেকে জানা গেছে, জেলার ৮৫টি ইউনিয়ন পরিষদের মধ্যে যে ৮টি ইউনিয়ন পরিষদে নিবন্ধন বন্ধ রয়েছে, সেগুলো হচ্ছে উজিরপুর উপজেলার জলা, মেহেন্দিগঞ্জ উপজেলার আন্দারমানিক, চরএকুরিয়া, বিদ্যানন্দপুর, আলিমাবাদ, চানপুর, খাজুরিয়া ও ভাসানচর।



এছাড়া ৭৭টি ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্রের ১৯টিতে বিদ্যুৎ সংযোগ নেই। ওই সব তথ্যকেন্দ্রে সোলার প্যানেলের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে।



বরিশালের জেলা প্রশাসক শহিদুল আলম জানান, প্রত্যেক যুবক মাত্র ৫০ টাকায় রেজিস্ট্রেশনের সুযোগ পেয়ে খুবই আনন্দিত। তবে মাঝেমধ্যে ইন্টারনেট বিড়ম্বনায় পড়তে হচ্ছে বলে তিনি উল্লেখ করেন। মালয়েশিয়ায় গমনেচ্ছুকদের ইউনিয়ন তথ্যকেন্দ্রে নিবন্ধন করার জন্য সরকারের পাশাপাশি বরিশালে সার্বিকভাবে সহযোগিতা করে যাচ্ছে ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্প।



এদিকে এ প্রকল্পে নিয়োজিত কর্মকর্তারা গতকাল রোববার থেকে ইউনিয়ন তথ্যকেন্দ্রে গিয়ে মালয়েশিয়ায় গমনেচ্ছুকদের নিবন্ধন কাজে সহায়তা করছেন। ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্পের বরিশাল জেলা কো-অর্ডিনেটর মোঃ জাকির হোসেন জানান, বরিশাল বিভাগে গতকাল ১৩ থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত নিবন্ধন করা হবে। ১৬ জানুয়ারি বরিশাল জেলা প্রশাসকের কার্যালয়ে লটারির মাধ্যমে যারা টিকবে, তাদের বরিশাল টিটিসিতে কাজের ওপর প্রশিক্ষণ দিয়ে পাঠানো হবে। তারা যাতে প্রতারিত না হয়, সে জন্য সরকারের পাশাপাশি বরিশালে ব্র্যাক নিরাপদ অভিবাসন কর্মসূচি সার্বিক সহযোগিতা করে যাচ্ছে। ব্র্যাকের নিরাপদ অভিবাসন সহায়তা প্রকল্পের কো-অর্ডিনেটর জাকির হোসেন জানান, যেসব যুবক লটারির মাধ্যমে মালয়েশিয়া যাওয়ার সুযোগ পাবে, ব্র্যাকের পক্ষ থেকে তাদের ঋণ প্রদানের ব্যবস্থা করা হবে।



সাভার (ঢাকা) : সাভার উপজেলার ১২টি ইউনিয়নের তথ্য ও সেবাকেন্দ্রে (ইউআইএসসি) গতকাল রোববার থেকে একযোগে প্রাথমিক নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে। এ উপলক্ষে রোববর সকাল থেকেই মালয়েশিয়া গমনেচ্ছু কর্মীদের ইউনিয়ন তথ্য ও সেবাকেন্দ্রের (ইউআইএসসি) সামনে ভিড় করতে দেখা যায়। নিবন্ধন কার্যক্রম চলবে ১৫ তারিখ পর্যন্ত।



তবে নিবন্ধন করতে আসা কর্মীরা অভিযোগ করেন, ইন্টারনেটের ধীরগতির কারণে তাদের নির্দিষ্ট সময়ের অধিক সময় লাগছে, যে কারণে ইউনিয়ন পরিষদগুলোতে ভিড় লেগেই আছে।



এ প্রসঙ্গে সাভার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলাম মোস্তফা বলেন, কোনো রকম অপ্রীতিকর ঘটনা ছাড়াই প্রথম দিনের মতো রেজিস্ট্রেশন চলছে। তবে ইন্টারনেটের ধীরগতির কারণে কাজ করতে একটু সমস্যা হচ্ছে। তিনি আরো বলেন, পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ, আনসার ও গ্রাম্য পুলিশ একযোগে কাজ করছে।



দোহার (ঢাকা) : সরকারি ব্যবস্থাপনায় মালয়েশিয়ায় শ্রমিক পাঠাতে ঢাকা জেলার দোহারে নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে। নারিশ ইউনিয়ন পরিষদ তথ্যকেন্দ্র থেকে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মাহবুবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আল-আমীন, উপজেলা ভাইস চেয়ারম্যান আলী আহসান খোকন, আনারকলি পুতুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মোতালেব খান, সাবেক ছাত্রনেতা সুরুজ আলমসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সদস্যরা।



ইউপি চেয়ারম্যানরা জানান, প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত নিবন্ধন কার্যক্রম চলবে। তবে শুক্রবার সকাল ৮টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত চলার পর দুই ঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত চলবে।



আমতলী (বরগুনা) : বরগুনা জেলার আমতলী উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের তথ্যসেবা কেন্দ্রে রোববার থেকে তিন দিনব্যাপী অনলাইনের মাধ্যমে নাম নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বেশ কয়েকটি কেন্দ্র ঘুরে দেখা গেছে, বিদেশে যেতে আগ্রহী প্রার্থীরা লাইন দিয়ে তাদের নাম নিবন্ধন করছেন।



জানা যায়, মালয়েশিয়া সরকার প্রথম পর্যায়ে বাংলাদেশ সরকারকে কৃষি খাতে ১০ হাজার কর্মী প্রেরণের অনুমতি প্রদান করছে। পর্যায়ক্রমে আরো ২০ হাজার কর্মী নিয়োগ করা হবে।



নিয়োগের ক্ষেত্রে মালয়েশিয়ায় গমনেচ্ছু কর্মীদের মধ্যে পাহাড়ি ও কৃষিকাজে পারদর্শী ব্যক্তিদের অগ্রাধিকার দেয়া হবে। এ জন্য কর্মীদের কাছ থেকে সরকারিভাবে ৫০ টাকা নিবন্ধন ফরম বাবদ গ্রহণ করা হচ্ছে। এই কার্যক্রম আগামী তিন দিন চলবে।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৪ ই জানুয়ারি, ২০১৩ সকাল ৯:৫৯

হান্টার১ বলেছেন: Official post ki ni???sudu worker??

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.