![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
এখনও দেশের ৮৫ শতাংশ গার্মেন্টস কারখানা ঈদের আগে শ্রমিকদের বেতন-বোনাস দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয়নি বলে দাবি করেছেন গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সভাপতি মোশরেফা মিশু।
শনিবার রাজধানীর তোপখানা রোডের নির্মল সেন মিলনায়তনে ফোরাম আয়োজিত ‘গার্মেন্টসে বেতন-বোনাস এবং রানা প্লাজা ও তাজরীন শ্রমিকদের ঈদ’ শীর্ষক’ সংবাদ সম্মেলনে তিনি এ দাবি করেন।
মোশরেফা মিশু বলেন, শ্রমিক সংগঠনগুলোর পক্ষ থেকে সারাদেশের পোশাক কারখানাগুলোতে জরিপ চালানো হয়েছে। জরিপে দেখা গেছে, মাত্র ১৫ শতাংশ কারখানার মালিক বলেছেন, চলতি মাসের ১০ থেকে ১৫ দিনের মধ্যে বেতন ও বেতনের ৪০ থেকে ৪৫ শতাংশ পর্যন্ত বোনাস দেবেন। কিন্তু বাকি ৮৫ শতাংশ কারখানার মালিক এখনও এই বিষয়ে পরিস্কার কোনো কথা বলেননি।
তিনি বলেন, জরিপে দেখা গেছে প্রায় সব কারখানাই চলতি মাসের কোনো ওভারটাইম ঈদের আগে পরিশোধ করবে না।
এ বছর প্রায় ১০ লাখ সাব-কন্ট্রাক্ট শ্রমিক বোনাস পাবে না- জানিয়ে গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সভাপতি মিশু বলেন, বোনাস ছাড়াও শ্রমিকরা ১৫ দিনের বেতন পাবে কি-না তা নিশ্চিত নয়। এছাড়া সোয়েটার কারখানার ১০ লাখ শ্রমিকের অবস্থাও একই; যারা পিস রেটে কাজ করেন।
তিনি বলেন, ৩ হাজার টাকা বেসিকের ৪০ শতাংশ বোনাস দেওয়া হলে মাত্র ১২শ’ টাকা করে পাবে শ্রমিকরা। এই সামান্য বোনাসও দিচ্ছে না অনেক কারখানা। তারা ঈদের দুয়েকদিন আগে দু-চারশ’ টাকা দিয়ে শ্রমিকদের বিদায় দেন।
মোশরেফা মিশু বলেন, শ্রম মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, মালিকপক্ষ ২৬ জুলাইয়ের আগেই বেতন-বোনাস পরিশোধ করবে। কিন্তু পুরো মাসের বেতন দেওয়া হবে কি-না এবং কত ভাগ বোনাস দেওয়া হবে সে বিষয়ে মন্ত্রণালয় স্পষ্ট করেনি। এমনকি ২৬ তারিখের আগে বেতন পরিশাধ না করলে কারখানার বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হবে সে বিষয়েও কোনো নির্দেশনা দেয়নি।
প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলের ১০৫ কোটি টাকা ঈদের আগেই দুর্ঘটনায় নিহত শ্রমিকদের পরিবার ও আহতদের দেওয়ার দাবি জানিয়ে তিনি বলেন, তাজরীন, তোবা গ্রুপ ও রানা প্লাজায় আহত-নিহত ও নিখোঁজ শ্রমিকদের ঈদের আগে বেতন-বোনাস দিতে হবে।
গার্মেন্টস শ্রমিক ঐক্য ফোরাম সভাপতি মিশু বলেন, ঈদের আগে বেতন-বোনাস না দিলে শ্রমিকরা খুব শিগগিরই আন্দোলনে যেতে বাধ্য হবে। আর এর দায় বিজিএমইএ ও সরকারকেই নিতে হবে।
©somewhere in net ltd.