![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
Poet, Story writer & Researcher
প্রিয় সুহৃৎ
কিছু কাজ নিয়মিতই আমাদের এগিয়ে নিয়ে যায়, বিশেষ করে সাহিত্যচর্চায়। এরই ধারাবাহিকতায় এবার লেখক অভিধান সম্পাদনার কাজ শুরু করছি। প্রায় এক যুগ আগে এমন একটি আহ্বানে সাড়া দিতে পারিনি। সে-সময় প্রকাশক মহোদয়ের আলোচনা ও প্রস্তাবনা-বিশেষ ভালো লাগেনি। এবার মিলে গেল কথা। যদিও সে-বারের প্রস্তাবক আমিই ছিলাম। শেষপর্যন্ত কাজটি হচ্ছে।
সকলের সর্বাত্মক অংশগ্রহণ, অনুপ্রেরণা ও পরামর্শ চাই। বিশেষ করে, সকল কবি-সাহিত্যিকের আন্তরিক সহযোগিতা চাইছি--ভালোবাসা ও শ্রদ্ধায়, বন্ধুত্বের নিবিড়তায়। আশা করছি, সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে প্রাণ-সঞ্চারণ করবে এই অভিধানগ্রন্থ।
বাংলাদেশ লেখক অভিধান
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ ভূখণ্ডে মহান মুক্তিযুদ্ধের আগে ও পরে যাঁরা জন্মগ্রহণ করেছেন এবং এদেশের সম্মানিত নাগরিক; এ ছাড়া যাঁরা বিদেশ যাত্রার ছাড়পত্র বহন করেন--সে-সকল কবি-সাহিত্যিকের জীবনবৃত্তান্ত ও প্রয়োজনীয় তথ্যপঞ্জি : বাংলাদেশ লেখক অভিধান। এটি কোনো বিশেষ কাল, বিভাগ বা দশক বিভাজন নয়। সমগ্র বাংলা সাহিত্যের ঐতিহ্য-সংশ্লেষ ধারাক্রম...
যেসব তথ্য পাঠাতে হবে : ১. নাম (ইংরেজি বানানসহ), ২. সার্টিফিকেট অনুযায়ী পুরো নাম, ৩. ডাক নাম (যদি থাকে), ৪. জন্মতারিখ, সাল ও জন্মস্থান, ৫. পৈতৃক নিবাস, ৬. স্থায়ী ঠিকানা, ৭. মাতৃনিবাস, ৮. বর্তমান ঠিকানা, ৯. পিতা ও মাতার নাম, ১০. স্ত্রী-স্বামীর নাম (বিয়ের তারিখ ও সালসহ), ১১. বড় ক ভাই ক বোন, ছোট ক ভাই ক বোন, ১২. কয় ছেলে-মেয়ে (নাম ও জন্ম তারিখ-সালসহ), ১৩. শিক্ষা (প্রতিষ্ঠান ও ডিগ্রির নাম সালসহ), ১৪. পেশা (সর্বশেষ প্রতিষ্ঠানের নাম ও নিয়োগ স্থানসহ), ১৫. সম্পাদিত পত্রিকা (প্রথম কত সালে প্রকাশিত, এ-পর্যন্ত কত সংখ্যা বেরিয়েছে), ১৬. লেখার বিষয় কি কি, ১৭. প্রকাশিত গ্রন্থ (সংখ্যা, বিষয় ও প্রকাশসাল উল্লেখপূর্বক), ১৮. অন্যান্য সাংস্কৃতিক কর্মকাণ্ড ও অবদান, ১৯. উল্লেখযোগ্য পুরস্কার ও সম্মাননা, ২০. মোবাইল নাম্বার, ইমেইল ও ওয়েব ঠিকানা (যদি থাকে), এবং ২১. এককপি ছবি।
এ-চর্চার মধ্য দিয়ে হাজার বছরের বাংলা সাহিত্যের একটি বিশদ ইতিহাস সংরক্ষণ হবে বলে আমরা মনে করছি। এ ছাড়া সচেতন পাঠক, লেখক, প্রকাশক এবং গণমাধ্যমকর্মীর মধ্যে আন্তঃযোগাযোগ পথ সহজ করে দেবে। বইটি প্রকাশ করবেন বন্ধু, কবি ও গবেষক ড. মিজান রহমান। প্রকাশনা প্রতিষ্ঠান ভাষাপ্রকাশ।
এ-যাত্রায় সবাইকে আমন্ত্রণ। সুস্থ-সুন্দর সম্পন্নজীবনে নিরাপদ থাকুন...
তথ্য পাঠানোর ঠিকানা : [email protected]
প্রয়োজনে মোবাইলে (০১৭১১-০৩১০৮০) কথা হবে।
এ ছাড়া যাঁরা পরলোকগমন করেছেন, তাঁদের বিষয়ে প্রয়োজনীয় তথ্যাদি সম্পাদনা পর্ষদ সংগ্রহ করবেন। তবে তথ্য ঘাটতির ক্ষেত্রে প্রয়োজনে সবার সহযোগিতা চাওয়া হবে...
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৬
আহমেদ ফিরোজ বলেছেন: অনেক শুভেচ্ছা...
২| ১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৯
শাহাদাৎ হোসাইন (সত্যের ছায়া) বলেছেন: এই ধরণের উদ্যোগ প্রশংসার দাবি রাখে।
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৭
আহমেদ ফিরোজ বলেছেন: অনেক ধন্যবাদ। শুভ কামনা সবসময়...
৩| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:১৪
:):):)(:(:(:হাসু মামা বলেছেন: এই ধরণের উদ্যোগ
সকলের কাজে লাগবে মনে হচ্ছে ।
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
আহমেদ ফিরোজ বলেছেন: শুভ কামনা...
৪| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ৮:২১
মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর প্রয়াস।
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
আহমেদ ফিরোজ বলেছেন: অনেক শুভেচ্ছা...
৫| ১৫ ই জুলাই, ২০১৭ রাত ১১:০০
আসাদুজ্জামান জুয়েল বলেছেন: ভাল উদ্যোগ। জীবণ বৃত্তান্ত মেইলে পাঠিয়ে দিয়েছি।
২৯ শে জুলাই, ২০১৭ সন্ধ্যা ৬:২৯
আহমেদ ফিরোজ বলেছেন: ধন্যবাদ। শুভ কামনা...
©somewhere in net ltd.
১|
১৫ ই জুলাই, ২০১৭ সন্ধ্যা ৭:৪৬
হাতুড়ে লেখক বলেছেন: সুন্দর উদ্যোগ।