![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মানুষ
মানুস বাস করে
মানুষ চলে ফিরে-
বাধা পরে
অপরিমেয় বন্ধনে;
মানুষ হতাশ হয়
বাক শক্তি ক্ষুব্ধ হয়
মানুষ ভেঙ্গে পরে ক্রন্দনে।
অত:পর এই মানুষ
সবকিছু থেকে মুক্তি চায়
সবকিছু গড়ে শান্তি পায়।
কফিলউদ্দিন
চলমান ফিলিং স্টেশনগুলো থেকে
জ্বালানী পুরে
এলোকেশী ঝড়ের বেগে
শত আশা বন্ধনাকে থেতলে দিয়ে
পথ হাটে দূর পাল্লার কোচ।
আর সারাদিন
পাথরের বোঝা ঘাড়ে চেপে
বসতির নর্দমা-কাদাজলের সাথে লড়ে
পায়ের সাদা সাদা ঘায়ে ফটাস লাগিয়ে
কয়েকজন কফিলউদ্দিন জিজ্ঞাস করে-
এখানে কবে ফুটবে সবুজ ডাটায় পদ্মফুল?
পথের সব ঝোপঝাড় ডিঙ্গিয়ে আমরাওতো
চলে যেতে চাই মোহনায়
সূর্য ডুবার দৃশ্য দেখব বলে।
২| ২১ শে জানুয়ারি, ২০১৩ দুপুর ১২:১৩
ৈতয়ব খান বলেছেন: Sundar Kobita, Bhalo Laglo
৩| ২১ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৩:২৬
আহমেদ ফয়েজ বলেছেন: Thank you Toyob Bhai
©somewhere in net ltd.
১|
২০ শে জানুয়ারি, ২০১৩ বিকাল ৪:৪৫
আহমেদ ফয়েজ বলেছেন: This is my first Post. And first time in bloging..........