![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
তিন মিনিটের বাংলাদেশকে কি দেখেছে বিশ্ব! এক এক অভূতপূর্ব একাত্বতা। মানচিত্রের প্রতিটি অংশ থেকে যেন জেগে উঠে মানুষ তাদের আত্মার মিলন ঘটিয়েছে শাহবাগের সাথে। সাবাস শাহবাগ!
অন্যদিকে রাজাকার প্রজন্মও কিন্তু তাদের আন্ডারগ্রাউন্ড তৎপরতা চালানো পায়তারা করছে। ঢাকা শহরে গতকাল থেকেই কিছু খণ্ড খণ্ড দুর্ঘটনা ঘটেছে। এতে করে শাহবাগের আন্দোলনে/বিপ্লবে যে কোন প্রকার প্রভাব ফেলা যাবে না তা কিন্তু তাদেরকে বুঝিয়ে দিতে হবে।
আসুন আমরা ঘিন্না জানাই তাদের প্রতি যারা তাদের রক্তের সাথে বেঈমানি করছে আজো। যারা তাদের তাজা রক্তের গতিকে ধর্মের নামে সন্ত্রাসী কায়দায় ব্যবহার করছে। আরো বেশী করে ঘিন্না জানাই যারা তাদেরকে ইন্দন যোগাচ্ছে। সরকারের কতব্যরত প্রতিষ্ঠানগুলোকে আহবান করব, শাহবাগের আন্দোলনে যাতে এর ছিটাফোটাও না আসতে পারে এবং রাজধানীতে (রাজাকারদের বিচারের দাবীতে প্রজন্ম চত্ত্বরের সন্নিকটে) জামায়াত/রাজাকার বাহিনীর যেসব হামলা হয়েছে সেগুলো ভিডিও ফুটেজ দেখুন এবং তাদেরকে অনতিবিলম্বে বিচারের সামনে দাড় করুন।
কারণ আমরা এখনো মাঠে আছি। আর যে দাবি নিয়ে আছি সে দাবিতেই আমরা অটল।
আমরা রাজাকারদের ফাঁসি চাই। এটাই তাদের জন্য মিনিমাম শাস্তি।
২| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৩ রাত ৮:৩০
আহমেদ ফয়েজ বলেছেন: আমরা অটল অবিচল। ধন্যবাদ ছোট দা।
©somewhere in net ltd.
১|
১৩ ই ফেব্রুয়ারি, ২০১৩ বিকাল ৪:৫৮
ছোট দা বলেছেন: Shobaike shatorko thakar ahbann...
Shudhu Aktai Dabi. . . AMRA ATOL-ABICHAL ...