![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
আজ রাজধানীতে ছিল ইসলামপন্থীদের জনস্রোত । বিপুল উপস্থিতির মধ্য দিয়ে রাজধানীর মতিঝিলে অনুস্তিত হয়েছে চরমোনাই পীরের দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ । ইসলামপন্থীদের এই বিপুল উপস্থিতি দেখে যেমন সকল ইমানদারেরা খুশি হয়েছে ,তেমনি বাতিলের মনে জাগেছে আতংক ।
তাই তারা বসে নাই , আজকে সংবিধানে আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস পুনঃস্থাপন এবং আল্লাহ ও রাসুলের (স.) অবমাননকারী নাস্তিকদের শাস্তির দাবিসহ ছয় দফা দাবিতে ইসলামী শাসনতন্ত্র আন্দোলনের (ইশা) মহাসমাবেশ করলে ও নাস্তিকদের তাবেদার 'বাংলা নিউজ ২৪' এই সকল প্রসঙ্গকে সম্পুরন এড়িয়ে ইসলামপন্থীদের মাঝে ফাটল ধরাতে ‘জামায়াত-শিবির দেশের জন্য হুমকি’ শিরোনামে খবর প্রকাস করেছে । যেখনে তারা কোন বক্তার সরাসরি কমেন্ত না দিয়ে বরাবরের মত ঘোলা পানিতে মাছ সিকারের চেস্তা করেছে ।
অথছ অন্যান্য সংবাদ মাধমে আমরা জানতে পারি আজকের সমাবেশে `রাম-বাম ও নাস্তিকদের সঙ্গ ত্যাগ করার জন্য প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা।'
সমাবেশে ইসলামী আন্দোলনের সহকারী মহাসচিব মাওলানা আব্দুল কাদের বলেন, ‘এ সরকার মোনাফেকের পরিচয় দিয়েছে। তারা ভোটের আগে নিজেদের মুসলিম দাবি করে বলে, কোরআন ও ইসলামের বিরুদ্ধে কোনো আইন করব না। কিন্তু ক্ষমতায় গিয়ে সংবিধান সংশোধন করে আল্লাহর নাম বাদ দিয়েছে। এতেই তাদের মোনাফেকি প্রমাণিত হয়েছে।’
দলের সহকারী মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান জাসদ নেতা মাঈনুদ্দিন খান বাদলের সংসদে দেয়া বক্তব্যের প্রতিবাদ করে বরেন, ‘বাদল বলেছেন, হযরত মোহাম্মদ (স.) ধর্মনিরপেক্ষতা করেন নি। আমি বাদলকে প্রশ্ন করতে চাই, মোহাম্মদ কি আপনার নির্বাচিত নেতা না আল্লাহর নির্বাচিত নেতা? অথচ কুরআনে বলা আছে, ‘আমি অনেক ধর্ম দিয়েছি, কিন্তু শেষ নবীকে ইসলাম ধর্ম দিয়ে পাঠিয়েছি।’
সরকারকে ভণ্ডামি বাদ দেয়ার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘ভণ্ডামি বাদ দিন। ৯০ ভাগ মুসলিমের এদেশে কোন ভণ্ডামি চলবে না। এ সরকার নাস্তিকদের পৃষ্ঠপোষকতা করছেন। আমরা কার কাছে এদের বিচার চাইব।’
সমাবেশে আরও বক্তব্য দেন দলের যুগ্ম মহাসচিব মাওলানা সাদের রহমান সিদ্দিকী, সাংগঠনিক সম্পাদক সৈয়দ বেলায়েত হোসেন, হাফেজ্জী হুজুরের জামাতা মাওলানা খালেদ সাইফুল্লাহ, হাটহাজারী মাদ্রাসার মোহাদ্দেস মাওলানা মুমতাজুল করীম (বাবা হুজুর), ইসলামী আন্দোলনের নেতা মাওলানা সৈয়দ ইসহাক মো. আবুল খায়ের প্রমুখ। কিন্তু কেও জামায়াত-শিবিরের বিরুধে বক্তব্ব দেন নাই
এই অবস্তায় ইসলামী আন্দোলন বাংলাদেশের উচিত 'বাংলা নিউজ ২৪' এর সংবাদের প্রতিবাদ করা। আর যদি তারা না করে তবে তাদের বিরুদ্ধেও এমন মিথা সংবাদের জন্য প্রস্তুত থাকা। আর এক ইসলামপন্থী হয়ে অন্ন ইসলামপন্থীদের বিপদে চুপ থাকা ইসলামপন্থীর কাজ হতে পারেনা ......
আল্লাহ আমাদের হেফাজত করুন । -আমিন ।
©somewhere in net ltd.