নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

স্বপ্ন দেখি..স্বপ্ন দেখাই ...

আমি খুব সাধারন .......

আমি আহমদ মুসা বলছি

আহমদ মুসা

আমি আহমদ মুসা বলছি › বিস্তারিত পোস্টঃ

____I Love Youヅ

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:২৬

আমি-আপনি পছন্দ করি বা না করি । তবুও আজ ‘বিশ্ব বেহায়া দিবস’ । তাই আমাদের ভাইরা এই অপ দিনটার প্রতিরোধ বা অপকারিতা জানাতে আজকের দিনের প্রায় দশ দিন আগ থেকে ফেবুফিড ও ব্লগে নিরন্তর সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। আচ্ছা আপনাকে একটা খুব ব্যাক্তিগত প্রশ্ন করি : বুকে হাত রেখে বলেন তো !

“ভালবাসা” শব্দটা শুলতেই । বুকের ভেতর কেমন আকুপাকু করে উঠেনা ???

কি ! একদম ঠিক জায়গায় হাত দিয়ে ফেলছিনা ? হা...হা... ধরা খাইয়া গেলেন ? :P :P :P

না ভাই ,ঠিক-ই আছে। আসলে মানুষ মাত্রই ভালবাসার কাঙ্গাল। শুধু মানুষ না পৃথিবীর সকল জীব-উদ্ভিদ-ই ভালবাসা পেতে চায় - ভালবাসতে চায় । এটি আল্লাহর একটি একটি অন্যতম রহমত ! হ্যা ভাই আসলেই এটি রহমত । আমি-আপনি কি আমাদের মা-বাবার ভালবাসার ফসল নই ! তাই, এই “ভালবাসা” শব্দটা আমাদের বিমেহিত করে। থামিয়ে দেয় মুর্হুতের জন্য। এই মন হাত পাতে “ভালবাসা” পাবার আশায় ....



কিন্তু,

অবশ্যই আমাদের সেই ভালোবাসা হবে বেহেশতের মত পবিত্র । যার জন্য আলাদা কোন দিনের প্রয়োজন পড়েনা। আমি নির্ধিদায় বলতে পারি আমার সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ হলো আমার ইসলামী আন্দোলনের ভাইয়েরা। সত্যি বলছি আপনারাই হলেন আমার ছোট্ট জীবনের সবচেয়ে বেশি ভালোবাসার মানুষ ! [ সেই কথা নিশ্চয় আরেকদিন আপনাদের বলবো ]



আশা করি আপনাদেরও তাই । আল্লাহর কাছে শুকরিয়া আদায় করুন এমন লক্ষ ভালোবাসার মানুষ তিনি আপনাকে দিয়েছেন। যাদের ভালোবাসার জন্য আলাদা কোন দিনের প্রয়োজন পড়েনা। বরং আমাদের ভালোবাসা প্রতিদিনই নতুন। শুকরিয়া আদায় করুন সেই জন্য যে , আল্লাহ এত ভালোবাসার দ্বারা জাহেলিয়াতের ‘বিশ্ব বেহায়া দিবস’ থেকে আপনাকে হেফাজত করেছেন তারা জন্য । পারলে দু’রাকাত নফল পড়ে শুকরিয়া আদায় করুন আল্লাহর দরবারে ।

একটি হাদিস দিয়ে শেষ করি :

“রাসূল [স:] বলেছেন, তোমরা অন্যর কাছে ভালোবাসার প্রকাশ কর । যাকে ভালোবাস তাকে স্পষ্ট করেই বল আমি আপনাকে ভালবাসি । বারবার বলার মাধ্যমে ভালবা বৃদ্ধি পায়”

তাই বলছি ভাই ,

_______________ I Love You .

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৩৪

পাকাচুল বলেছেন: বুকে হাত দিয়ে বলেন তো, আপনার গার্লফ্রেন্ড আছে কিনা?

১৪ ই ফেব্রুয়ারি, ২০১৪ রাত ৮:৫৩

আমি আহমদ মুসা বলছি বলেছেন: এই বুকে হাত দিয়ে বললাম ভাই @পাকাচুল , আমার গার্লফ্রেন্ড বলতে কোন জন্তু বা জানোয়ার নাই ।

তবে উপযুক্ত সময়ে , একজন খুব পূণ্যবতি - ‍টুনটুনে বৌয়ের আশা রাখি। ইনসাল্লাহ সেই হবে আমার বন্ধু-বৌ-জীবন সঙ্গি বা সহ ধর্মীনি । যা আপনার কথায় গার্লফ্রেন্ড আর আমার ভাষায় “আমার জান্নাত” !

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.