![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
বিশ্বকাপ প্রস্তুতিতে এ সময়টায় তাঁর থাকার কথা ছিল মাঠের অনুশীলনে। কিন্তু দুর্ভাগ্যের চক্করে পড়ে লুইস সুয়ারেজকে কিনা ঘুরে আসতে হলো হাসপাতাল। হাঁটুতে অস্ত্রোপচারের পর তাঁর হুইলচেয়ারে বসা ছবিটি উরুগুয়ের ফুটবল সমর্থকদের বুকে বিঁধেছে শেল হয়ে। বিশ্বকাপের আগে দলের সেরা খেলোয়াড়ের সুস্থ হয়ে ওঠার প্রার্থনায় বসে গেছেন তাঁরা।
শুরুতে তো মনে হচ্ছিল, ওই প্রার্থনার প্রয়োজনই নেই। বিশ্বকাপ থেকে ছিটকেই পড়বেন সুয়ারেজ। কিন্তু পরে উরুগুইয়ান ফুটবল অ্যাসোসিয়েশন (এইউএফ) বিবৃতি দিয়ে জানায় যে, অস্ত্রোপচার করাতে হলেও তাঁর ব্রাজিলে খেলার সম্ভাবনা শেষ হয়ে যায়নি। পরশু মন্টেভিডিওর এক হাসপাতালে করা হয়েছে সেই অস্ত্রোপচার। এরপর কালো জিন্স, ধূসর স্পোর্টস জ্যাকেটের সুয়ারেজ হুইলচেয়ারে চড়ে বেরিয়ে গেছেন হাসপাতাল থেকে। চারদিকে তখন উরুগুইয়ান ফুটবল সমর্থকদের মাছি থিকথিকে ভিড়। তাঁদের শুভকামনার জবাব হাত নেড়ে দিয়েছেন সুয়ারেজ।
2014 FIFA World Cup Brazil ☜═㋡
এই জাতীয় ইনজুরি সেরে উঠতে অন্তত চার থেকে ছয় সপ্তাহ সময় লাগে। অথচ বিশ্বকাপের প্রথম ম্যাচ উরুগুয়ে খেলবে তিন সপ্তাহেরও কম সময় পর, ১৪ জুন। তবু বিশ্বকাপ খেলার আশা ছাড়ছেন না ইংলিশ প্রিমিয়ার লিগের সদ্যসমাপ্ত মৌসুমের সর্বোচ্চ গোলদাতা ও সেরা খেলোয়াড়। নিজ দেশের সাংবাদিক ফেদেরিকো বুইসানকে লেখা এক ই-মেইলে বিশ্বকাপ খেলার প্রত্যয়ের কথা জানিয়েছেন সুয়ারেজ, ‘আমি সেরে ওঠার পথে আছি, অপেক্ষায় আছি আবার দৌড়ানোর। ধন্যবাদ দিয়ে সবাইকে আমি শান্ত থাকতে বলব। কেননা বিশ্বকাপে আমি খেলবই।’ পরে পরিবারের সঙ্গে নিজের হাস্যোজ্জ্বল একটি ছবি টুইটারে পোস্ট করে নিচে এই ফরোয়ার্ড লিখেছেন, ‘সমর্থকরা যে ভালোবাসা দিয়েছে, তাই আমি বিশ্বকাপ খেলার জন্য কঠোর পরিশ্রমের প্রেরণা পাচ্ছি। আমার ও পরিবারের পক্ষ থেকে উদ্বিগ্ন সব সমর্থককে কৃতজ্ঞতা।’
সুয়ারেজ আহ্বান জানালেও উরুগুয়ের সমর্থকরা কিন্তু ‘শান্ত’ নেই। মঙ্গলবার অনুশীলনে সুয়ারেজ হাঁটুতে ব্যথা পেয়েছিলেন বলে ছিল প্রাথমিক খবর। পরে ধারণা করা হয়েছে, লিভারপুলের হয়ে লিগের শেষ ম্যাচে খেলার সময় নিউক্যাসলের ডিফেন্ডার পল ডুমেটের চ্যালেঞ্জের জের ধরেই এ ইনজুরি। তাতেই খেপে উঠেছেন ‘লা সেলেস্তে’ সমর্থকরা। ওই ফাউলের জন্য লাল কার্ড দেখা ডুমেটকে টুইটারে তো মৃত্যুর হুমকি পর্যন্ত দেওয়া হয়েছে। এই ডিফেন্ডারের টুইটার অ্যাকাউন্টে এক উরুগুয়ে সমর্থকের পোস্টটি এমন, ‘আশা করি বন্ধুদের সঙ্গে সুন্দর সময় কাটানোর জন্য একদিন তুমি উরুগুয়েতে আসবে। তোমার জন্য আমরা এক উপহার রেখে দিয়েছি আমরা। মাথায় একটি বুলেট!’ ডুমেট অবশ্য ওই ফাউলকে অনিচ্ছাকৃত বলে জানিয়েছেন। সঙ্গে আশা করেছেন সুয়ারেজের সুস্থতার, ‘আমি ইচ্ছে করে ওকে মারিনি। আর বলটিও তো কেড়ে নিয়েছিলাম ওই ট্যাকেলে। আমি আশা করছি সুয়ারেজ বিশ্বকাপে যেন খেলতে পারে। কেননা ও বিশ্বের অন্যতম সেরা ফুটবলার আর বিশ্বসেরাদের বিশ্বকাপে থাকা উচিত।’
ফেসবুকে ফিফা বিশ্বকাপ ☜═㋡
ফ্যালকাওয়ের জন্য...
লিগামেন্টের চোটের কারণে তাঁর বিশ্বকাপ খেলার সম্ভাবনা ৫০-৫০, তবু কলম্বিয়া দলের সঙ্গে প্রস্তুতি ক্যাম্পে আর্জেন্টিনা যাচ্ছেন রাদামেল ফ্যালকাও। দেশ ছাড়ার আগে ক্যাম্পিনা স্টেডিয়ামে ভক্তদের শুভকামনায় তাই মিশে থাকল এই স্ট্রাইকারের সুস্থতার প্রার্থনাও।
#2014FIFAWorldCupBrazil #WCbd
©somewhere in net ltd.