![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
মিয়ানমার জুড়ে এক প্রচন্ড বুড্ডিজম [ বোদ্ধ ধর্ম কেন্দ্রিক জাতীয়তাবাদী ] চেতনা মাথা চাড়া দিয়েছে। এবং তা রাষ্ট দ্বারাই পরিচালিত হচ্ছে । কথিত গণতন্ত্রের নামে অন্ধ জাতীয়তাবাদের লেবাসে মূলত এখনো চলছে সামরিক যান্তার সৈরতন্ত্র । যেখানে এই মোড়কে ঢুকে গেছে অংশান সূচির বিরোধী দলও !!! ঠিক একই সময়ে ভারতে হিন্দুইজমের লালন কারী বিজেপি ক্ষমতায় ! তাহলে বাংলাদেশ .....?
হুম, আসলেই তো তবে বাংলাদেশ কোথায় ? না ....আমি বলছিনা বাংলাদেশেও ওই ধরনের একটি বিশেষ গোষ্টি দেশ চালাক । চাই এদেশের সংখ্যাগড়িষ্টের কথা বলে, তাহজিব - তামাদ্দুনের সংরক্ষন করে সর্বোপরি এদেশের সার্বভোমত্তের কথা বলে এমন একটি সরকার।
তবে তো সরকার আছেই ?
হ্যা আমিও জানি সরকার আছে । অথচ সেই সরকারের যে বিজিবির হাতে দেশের সাধারন নাগরিকেরা অহরহই নিহত হচ্ছে্, সেই বিজিবি সদস্য মিয়ানমারে নিহত পড়ে আছে আজ দু’দিন! লাশতো নয়ই, একটি পতাকা বৈঠকেরও আয়োজন করতে পারে না আমাদের নিরাপত্তা বাহনী ও সরকার !!!
কি ...আপনি কি মনে করেন এটিও কোন বিচ্ছিন্ন ঘটনা ?
না..এটি খুব..খুব পরিকল্পিত একটি সামরিক এজেন্ডা । হুম ...সামরিক এজেন্ডা !!! এটি এমন একটা সময় ঘটলো, যখন আমাদের বৈধতার সংকটে ভোগা সরকার আর অস্তিত্বেরসংকটে ভোগা বিরোধীদল মোদীকে কে কত সুন্দর ভাবে প্রভু বানাতে ব্যাস্ত সেই সময়।
তাই মিয়ানমার ও বুঝে । ভঙ্গুর পররাষ্টব্যাবস্তার সুযোগটা কিভাবে নিতে হয়। কারণ মিয়ানমার চলছে একটি ফিরোসিয়াস...ধুন্দর....মৌলবাদি সামরিক বাহীনি দ্বারা । তারা চাইছে আমাদের এই বেগতিক অবস্তার সুযোগে আরাকান থেকে রোহিংগাদের ঢেলে দিতে ।
বাংলাদেশকে যদি এই সব অন্ধ জাতীয়তাবাদের মোকাবেলা করতেই হয়, তবে তা অবশ্যই জণগনের মেন্ডেট নেয়া, জনগণের চাহিদা-আশা-আকাংখ্যার সাথে যায়, তাদের তাহজিব - তামাদ্দুনকে বুঝে এমন একটি সরকার দ্বারাই সম্ভব। নচেৎ সে দিন দুরে নয়, যে দিন আরাকানের রোহিংগা বা আসামের বাঙ্গালীদের মত আমাদেরও অস্তিত্তের হুমকিতে পড়তে হবে ।
৩১ শে মে, ২০১৪ রাত ৮:২২
আহমদ-মুসা বলেছেন: তা আমরা আমাদের “বাঙ্গালী” আদর্শটা দিয়ে কি করলাম ? কিছু ছেলে খেরা ছাড়া । নিজের কূকৃতৃ ধামাচাপা দেওযার পর্দা ছাড়া এই আদমৃ কি আমাদের কোন কাজে লাগাতে পেড়েছি আমরা ।
আর অমূলক ধারনা ? অমূল কিভাবে বাস্তব হয় , তার সাক্ষি কি বর্তমান সময় নয় ? আমরা কি কখনো ভেবেছিলাম ত্রিশ লক্ষ শহীদের রক্তে গড়া দেশে জামাত স্ব-দম্ভে তার রাজনীতি করবে ? আমরা কি ভেবে ছিলাম , সৈরাচার এরশাদ হবেন প্রধানমন্ত্রীর বিশেষ দূত ?
২| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:১৪
প্রথম বাংলা বলেছেন: লেখাটা সমসাময়ীক, একটু গুরুত্তপূর্ণ ও বটে, বেশি করে লিখার দরকার ছিলো এবং তথ্য সন্নিবেশ ও জরুরী ছিলো।
আশলে আমাদের ভাবার সময় এসেছে, মুদির অতিতের আচরণ এবং নির্বাচন পূর্বক বক্তব্য আমাদের ভাবায়, ভাবায়না আমাদের রাজনীতিক দের।
মিয়াানমারের আচরণ ও তাদের ভবিষ্যৎ পরিকল্পনার ইঙ্গিত দেয়। তারা রুহিঙ্গা জন সমদ্র আমাদের দিতে চায়। আমাদে জল সমুদ্র নিতে চায়। সেন্ট মারর্টিন চায়। ভারত চায় সিলেট তাদের দখলে থাকুক, আর চিটাগাং হোক স্বাধীণ।
আমাদের বর্তমান সরকারের এসব ভাবার সময় নেই। কারণ তারা কিভাবে অবৈধ্ ক্ষমতায় টিকে থাকবে তা নিয়েই ভেবে পাচ্ছেনা। এ সম নিয়ে কি ভাববে। হাসিনা টায় পিতা হত্যার প্রতিশোধ, এবং দেশের দখল, কারণ স্বাধীনতায় তার বাবার বিশাল অবদান তার মাঝে এমন একটা ধারণা দিয়েছে যে এই দেশটা তারা পাকিস্তানের সাথে যোদ্ধ করে দখল করেছে। কাজেই তাদের।
খালেদা চায় স্বামীর উত্তরাধীকার। এসশাদ চায় আবার ফিরে এসে ক্ষমতায়- তার জীবনের মূল্যবান সময় যারা কেড়েছে তাদের সায়েস্তা করবে।
সবাই সবাইকে নিয়ে ভাবছে, দোষ কারো নেই, দেশ কারোর ভাবনায় নেই। কারণ দেশ জনগনের, তারা ভেবে কি করবে? তারা ভাবছে ক্ষমতা, সম্পদ।
তাই আমরাই আমাদের কথা ভাবি। যদিও কামে লাগবেনা।
আমরাও আমাদের উদার চেতা ধর্ম নিরপেক্ষ প্রমান করতে গিয়ে কি পারলে দেশ থেকে ইসলামকে মুছে দিয়ে খুশি হই।
সব জাতীর ই তার নিজের ধর্মের প্রতি চেতনা থাকে আগে। কার নেই? সবাই মৌলবাদী। যারা নাস্তিক তারাও তাদের মতবাদের উপর মৌলিক চেতনায় উদ্ভোদ্ধ, ইশ্বর নেই এটা প্রমান করতে তারাও কঠূর খর্গহস্ত। একমাত্র আমাদের দূষ। যাক সে দিকে যাইনা। এটাকে রাজনৈতিক ধরেই সামনে আগানোর অনেক পথ হয়তো আছে। কিন্তু আমাদের পররাষ্ট মন্ত্রি মনে হয় ডানা লাগাইতে বেস্ত । পাঙখা ছাড়াতো আর উড়াল দেয়া যায়না!!!
৩| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৩০
টয়ম্যান বলেছেন: +++++++
৪| ৩১ শে মে, ২০১৪ সকাল ১১:৩৪
বিদ্রোহী ভৃগু বলেছেন: বাংলাদেশকে যদি এই সব অন্ধ জাতীয়তাবাদের মোকাবেলা করতেই হয়, তবে তা অবশ্যই জণগনের মেন্ডেট নেয়া, জনগণের চাহিদা-আশা-আকাংখ্যার সাথে যায়, তাদের তাহজিব - তামাদ্দুনকে বুঝে এমন একটি সরকার দ্বারাই সম্ভব। নচেৎ সে দিন দুরে নয়, যে দিন আরাকানের রোহিংগা বা আসামের বাঙ্গালীদের মত আমাদেরও অস্তিত্তের হুমকিতে পড়তে হবে ।
+++
কিন্তু ভাবার সময় কই? দেশ নিয়ে? চাই শুধু ক্ষমতা। জনগণের রায় আবার কি? ১৫৪ সিটে বিনা নির্বাচনে যারা নিলর্জ্বের মতো বসে থাকতে পারে- তাদের কাছে অন্য কিছূ মূখ্য নয়!
আর সুশীলীয়দের উইটার্ন আর পল।টি বাজি দেখে টাসকিত
ধর্মনিরপেক্ষতার ফেনাতোলাদের একন দেখূন স্পিকটি নট!!!!
দিল্লিতে বৃষ্টি হলে যারা ঢাকায় ছাতা ধরে!
আর ঢাকার ব্যক্তিগত সংঘর্ষকে ধর্মীয় মোড়কে ঢেলে.. উহু আহার ঝড় উঠায়..
নিজেরা মন্দির, সংখ্যুলঘূদের মেরে বিরোধীদের শায়েস্তা করতে চায়..
সব গং দেখূন মোদির মতো কট্টর হিন্দু মৌলবাদী দলের উত্থান নিয়ে টু শব্দটি করছে না।!!!!
এবং নিজেদের ধর্মনিরপেক্ষতার কথিত মেষের চামড়া নিয়েও নেকড়ের প্রশংসা করতে উন্মূখ!!!!!!!!!!!!!!!!!
বিচিত্র তাদের বোধ!
৫| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:০৫
শাহ আজিজ বলেছেন: পার্বত্য চট্টগ্রামের উপজাতিওদের নিজ অধিকার রেখেই বাঙালি সেটেল করা উচিত ছিল । আকামটি পাকিরা শুরু করে গিয়েছিল আর স্বাধীন দেশে সব সরকার একই কাজ করে গেছে । ওই উপজাতিদের লতিকা বার্মা, থাই, লাওস হয়ে চীন পর্যন্ত । এদের সংস্কৃতি ও জীবন যাপন একরকম , যা নিজে দেখেছি । এখন একটি জুমল্যান্ড প্রয়োজন । রোহিঙ্গা নিয়ে বেশি নাড়া চাড়া করবে না আরব দের ভয়ে । উপজাতিওদের জন্য চীনের দরদ আছে । দেখুন এমনটি হতে পারে কিনা ??
৩১ শে মে, ২০১৪ রাত ৮:৩২
আহমদ-মুসা বলেছেন: হুম বিষয়টা প্রাশংগিক । এই আরাকানের ঘটনা প্রবাহের সাথে পার্বত্য চট্টগ্রামের সংশ্লিষ্টতা রয়েছে । তবে আপনি বলেছেন , আপনি নিজে এই উপজাতিওদের দেখেছেন । তবে আমার তো মনে হয় , আপনার সেই দেখায় বিড়াট গলত আছে । আপন বাঙ্গালি হয়ে কিভাবে পার্বত্য অঞ্চলে জুমল্যান্ড দাবি করলেন !!!
ইতিহাসটা আরেকবার ঘাটুন , এই পার্বত্য চট্টগ্রাম ঐতিহাসিক ভাবে বাঙ্গালার অংশ । যত দিন ধরে উপজাতিরা ওখানে বাস করছে , তারও আগ থেকে বাঙালিরা ওখানে বাস করে আসছে । এই সীমিত পরিশরে যার বিবরণ সম্ভব নয় ।
তবে একটি বিশেষ অনুরোধ , পার্বত্য চট্টগ্রাম নিয়ে কথা বরার আগে প্লিজ আবেগ তারিত না হয়ে ইতিহাসটা জেনে , পার্বত্য চট্টগ্রামে বসবাসরত নিপিড়িত বাঙ্গালীদের কথা ভেবে বলবেন । ধন্যবাদ
৬| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:২৩
জেনারেশন সুপারস্টার বলেছেন: তাহজিব - তামাদ্দুন কি?
৩১ শে মে, ২০১৪ রাত ৮:১৩
আহমদ-মুসা বলেছেন: জাতীয় চেতনা-সাংস্কৃতি-অভ্যাস ঐতিহ্য
৭| ৩১ শে মে, ২০১৪ দুপুর ১২:৫৪
মুহাম্মাদ মাহফুজুর রহমান শরীফ বলেছেন:
@ আহমদ-মুসা :
ওই কাপুরুষ মিয়ানমার উপযুক্ত শাস্তি দিতে হলে রহিঙ্গাদেরকে সেনা বাহিনীর ট্রেনিং দিয়ে ছেরে দিতে হবে।
যাতে তারা নিজ স্বাধীনতার জন্য লড়াই করে ওই কাপুরুষদেরকে ব্যাস্ত রাখতে পারে।
৩১ শে মে, ২০১৪ রাত ৮:১৫
আহমদ-মুসা বলেছেন: আমারতো মনে হয়না ঐটাও আমাদের কাজের ভেতর পড়ে .
৮| ৩১ শে মে, ২০১৪ রাত ১০:৩০
ভুয়া প্রেমিক বলেছেন: আমাদের ইসলামিজম চালু করা উচিত
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০১৪ সকাল ১০:৪৫
শফিক আলম বলেছেন: আপনার শেষান্তের আশংকাটা অমূলক এবং একটু বেশিই superficial. এতটা অাশংকিত হওয়ার কোন কারন নেই। রোহিংগা বা আসামের বাঙ্গালীরা স্থানিক অধিবাসী। আমাদের মত স্বাধীন জাতির সংগে তাদের তুলনা করাটা বেমানান। তা'ছাড়া যারা আন্তর্জাতিক আদালতে সমুদ্র সীমানার রায়ে হেরে গেছে, তারা তো একটু ঠুকাঠুকি করবেই। আর ধর্মীয় জাতীয়তা ব্যাপারটা তারাই ধারন করে যাদের নিজস্ব কোন আদর্শ থাকে না। যে কারনে তারা নিজেকে প্রতিষ্ঠিত করতে এই মাধ্যমকে ব্যবহার করে থাকে।