![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
২০১৪ সালের ফুটবল বিশ্বকাপের জন্য মঙ্গলবার ৩০ সদস্যের প্রথামিক দল ঘোষণা করেন আর্জেন্টিনার কোচ আলেহান্দ্রো সাবেইয়ার। কিন্তু এই দলে জায়গা পাননি টেটনহ্যামের ফরোয়ার্ড এরিখ লামেলে ও পিএসজির মিডফিল্ডার হাভিয়ার পারোন্তে।
এছাড়া ২০১০ সালের বিশ্বকাপে আর্জেন্টিনার গুরুত্বপূর্ণ খেলোয়াড় কার্লোস তেভেসকেও এই বিশ্বকাপে দেখো যাবেনা।
2014 FIFA World Cup Brazil
আর্জেনন্টিনা ‘এফ’ গ্রুপে বসনিয়া-হার্জেগোভিনিয়া, ইরান ও নাইজেরিয়ার সাথে খেলবে।
আগামী ২ জুনের মধ্যে অর্জেন্টিনার চুড়ান্ত দলের নাম ঘোষণা করবেন কোচ আলেহান্দ্রো সাবেইয়ার।
আর্জেন্টিনা স্কোয়ার্ড :
গোল রক্ষক : মারিয়ানো আন্দুহার (কাতানিয়া), স্যার্জিও রোমেরো (মোনাকো), অগাস্তিন ওরিয়ন (বোকা জুনিয়রস)।
ডিফেন্ডার : লিসান্দ্রো লোপেস (গেতাফে), উগো কাম্পানিয়ারো (ইন্টার মিলান), ফেদেরিকো ফের্নান্দেস (নাপোলি), পাবলো সাবালেতা (ম্যানচেস্টার সিটি), এসেকিয়েল গারায় (বেনফিকা), মার্কোস রোহো (স্পোর্তিং লিসবন), হোসে বাসান্তা (মন্তেরেই), নিকোলাস ওতামেন্দি (আতলেটিকো মিনেইরো), মার্তিন দেমিচেলিস (ম্যানচেস্টার সিটি), গ্যাব্রিয়েল মের্সাদো (রিভারপ্লেট)।
মিডফিল্ডার : হ্যাভিয়ার মাসচেরানো (বার্সেলোনা), হোসেসোসা (আতলেতিকো মাদ্রিদ), আউগুস্তো ফের্নান্দেস (সেল্তাভিগো), রিকি আলভারেস (ইন্টার মিলান), লুকাস বিগলিয়া (লাৎসিও), এভার বানেগা (নিওয়েলস ওল্ড বয়েস), ফের্নান্দো গাগো (বোকা জুনিয়স), ম্যাক্সি রদ্রিগেস (নিওয়েলস ওল্ড বয়েস), এনসো পেরেস (বেনফিকা), ফাবিয়ান রিনাওদো (কাতানিয়া)।
ফরোয়ার্ড:লিওনেল মেসি (বার্সেলোনা), আনহেল দি মারিয়া (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো পালাসিও (ইন্টার মিলান), গনসালো হিগুয়াইন (নাপোলি), স্যার্জিও আগুয়েরো (ম্যানচেস্টার সিটি), এসেকিয়েল লাভেস্সি (পিএসজি), ফ্রাঙ্কো দি সান্তো (ভার্ডার ব্রেমেন)।
2014 FIFA World Cup Brazil
©somewhere in net ltd.
১|
০১ লা জুন, ২০১৪ রাত ১০:০১
প্রবাসী পাঠক বলেছেন: আর্জেন্টিনার জন্য প্রতিবারই আশায় বুক বাঁধি। দেখা যাক এবার কি হয়। এবারের দলটা ব্যালেন্সড দল।