নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ-মুসা

একজন সাদামাটা বাঙ্গালী

আহমদ-মুসা › বিস্তারিত পোস্টঃ

শহীদ ল্যান্স কর্পোরাল মিজানুরের পাওনা .....

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩০



সালাম শহীদ ল্যান্স কর্পোরাল মিজানুর । সবচেয়ে গৌড়বের কথাটি হলো শহীদ মিজানুরের পিতা ল্যান্স কর্পোরাল আব্দুল হাফিজও আমাদের মুক্তিযুদ্ধের একজন শহীদ! সালাম হে শহীদ পরিবার।



মিয়ানমার বর্মীদের হাতে শহীদ ল্যান্স কর্পোরাল মিজানুর এমন একজন সৈনিক , যিনি মাতৃভূমির শেষ সীমানা পিলার ছুয়া অবস্থায় শহীদ হয়েছেন ! ক্যাম্প থেকে নির্দেশ ছিলো সীমানার প্রতিটি পিলার ছুয়ে দেখতে হবে, তাই মিয়ানমার বর্মীদের গুলী বর্ষনের মুখেও মিজানুর সীমানা পিলার ছুযেই শহীদ হয়েছেন। এ এক অবিশ্বরনীয় দেশপ্রেম ।



জানিনা বা: সরকার তার পরিবারের জন্য কি করবে ? তবে এ দেশের প্রতিটি নাগরিকের উচিত শহীদ ল্যান্স কর্পোরাল মিজানুরের দেশপ্রেমে উৎজিবিত হয়, এটাই হবে তার জন্য সর্বোচ্চ পাওনা ।

মন্তব্য ৯ টি রেটিং +০/-০

মন্তব্য (৯) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৬

কামরুল ইসলাম রুবেল বলেছেন: স্যালুট।


ওয়াকথুহ আওয়ামীলীগ

২| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৩৭

একজন ঘূণপোকা বলেছেন:
৫ লাখ টেহা দিবো সরকার

০২ রা জুন, ২০১৪ রাত ১২:০০

আহমদ-মুসা বলেছেন: হা ...হা....৫ লাখ টেহা !!!

কিন্তু শহীদের রক্তের একটি বিন্দুরও দাম কি কেও দিতে পারবে ?

৩| ০১ লা জুন, ২০১৪ রাত ১১:৪০

কেএসরথি বলেছেন: আর এই ক্ষতি পূরন পেতেও তার পরিবারের জুতার তলা ক্ষয়ে যাবে।

০১ লা জুন, ২০১৪ রাত ১১:৫৮

আহমদ-মুসা বলেছেন: ঠিক

৪| ০২ রা জুন, ২০১৪ রাত ১২:৫৫

মোঃ-আনারুল ইসলাম বলেছেন: কেউ যদি মারামারিতে পারদর্শী না হই, কিন্তু মুখ বাজিতে ভাল হই। তাকে যদি মারা হই সে বলে এইবার মেরে দেখ কি করব তোর!!

আবার যদি মারা হই আবার সে বলে এইবার মার দেখ তোর কি করছি? পরে মারলে আবার সে একই কথা রিপিট করে।

বর্তমানে আমার সেনাপ্রধানরাই এই রকম হয়েছে। একজন সৈন্য মেরে ফেলা হল কিন্তু তাদের কোন র‍্যিয়াকশান নেই বরং বলল এইবার মাফ করেদিলাম নেক্সট টাইম ছাড় দিব না X( X( X(

৫| ০২ রা জুন, ২০১৪ রাত ১:১৫

হেদায়েত বলেছেন: যখন রোম পুড়ছিল তখন নিরো বাঁশি বাজাচ্ছিল X( X( X(

৬| ০২ রা জুন, ২০১৪ রাত ১:৫৪

সচেতনহ্যাপী বলেছেন: একজন শহীদের বিনিময়ে লাগে টাকা দেবে গৌড়িসেন।
শুধু প্রশ্ন একটাই মায়ানমারের কাছেই এই অবস্থা হলে বাজেটের বিরাট একটা অংশ এই খাতে ব্যায় করার অর্থ কি??

৭| ০২ রা জুন, ২০১৪ সকাল ১০:০৫

অেসন বলেছেন: শহীদ ল্যান্স কর্পোরাল মিজানুর জীবন দিয়ে তাঁর দায়িত্বনিষ্ঠা ও দেশপ্রেমের প্রমান রেখেছে। তিনি নিয়মানুযায়ী যা পাওনা আশাকরি সবই
পাবেন। পাওনা নিয়ে দাবীর কোন প্রয়োজন নেই।
আর এই ঘটনা নিয়ে যুদ্ধ করার মতো চিন্তা যারা করছেন তা হঠকারী চিন্তা
ছাড়া আর কিছুই না।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.