নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

আহমদ-মুসা

একজন সাদামাটা বাঙ্গালী

আহমদ-মুসা › বিস্তারিত পোস্টঃ

¸.•*¨♫♪ আর মাত্র ৯ দিন : মেতে উঠুন ফুটবল বিশ্বকাপ জ্বরে :জেনে নিন ফুটবল বিশ্বকাপের খুটিনাটি !!!♪♫•*¨*•.¸

০২ রা জুন, ২০১৪ রাত ১১:৩৪



চার বছরের পথ পরিক্রমায় ক্রীড়া বিশ্বের দুয়ারে সমাগত আরো একটি বিশ্বকাপ ফুটবল আসর। ব্রাজিলের সাও পাওলোয় ২০তম বিশ্বকাপের উদ্ধোধন হবে স্বাগতিকদের সাথে ক্রোয়েশিয়ার খেলা দিয়ে। এরই মধ্যে অংশগ্রহণকারী দেশগুলো একে একে তাদের ২৩ সদস্যের চূড়ান্ত দল ঘোষণা দেয়া শুরু করেছে। গতকাল এ তালিকায় যোগ হলো বিশ্বচ্যাম্পিয়ন স্পেন ও রানার্সআপ নেদারল্যান্ডস।



ব্রাজিল সবার আগে চূড়ান্ত দল ঘোষণা করে ষষ্ঠ বিশ্বকাপ জয়ে নিজেদের অদম্য মনোবলের ব্যাপারটিই জানান দেয়। বিশ্বকাপের চূড়ান্ত পর্বে অংশ নিতে যাওয়া ৩২টি দেশকে ২ জুন সোমবারের মধ্যেই চূড়ান্ত দল ঘোষণা করতে হবে। ইতোমধ্যে বেশ কয়েকটি দেশ তার আগেই দল ঘোষণা করে দিয়েছে।



ছবি : স্পেন দলে কোস্তার সঙ্গী তোরেস



স্পেন কোচ ভিসেন্তে দেল বস্ক জানিয়েছিলেন, ইনজুরির কবলে পড়া তার ব্রাজিলীয় বংশোদ্ভূত দিয়েগো কস্তার জন্য শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষায় থাকবেন। শেষ পর্যন্ত অবশ্য তাকে নিয়েই দল ঘোষণা করেন তিনি। এ দলে আছেন গেল বিশ্বকাপ জয়ী দলটির ১৬ জন খেলোয়াড়। স্পেন শিরোপা ধরে রাখতে পারলে এটি হবে ২০০৮ ও ২০১২ সালের ইউরোপীয়ান চ্যাম্পিয়নশিপ ও ২০১০ বিশ্বকাপের পর চতুর্থ বড় ট্রফি জয়।



দক্ষিণ আমেরিকায় সফল হলে ১৯৫৮ ও ১৯৬২ সালের বিজয়ী ব্রাজিলের মতোই টানা দুটি বিশ্বকাপ জয়ের কৃতিত্ব দেখাবে স্প্যানিশরা। অপরদিকে ২০১০ সালে দক্ষিণ আফ্রিকায় স্পেনের কাছে হেরে রানার্সআপ হওয়া ডাচরাও কাল দল ঘোষণা করে দিয়েছে। ডাচরা তিনবার রানার্সআপ হলেও এখনো প্রথম বিশ্বকাপ জয়ের চেষ্টা চালিয়ে যাচ্ছে।



ছবি : ডাচ দলে গতবারের সাতজন



স্বাগতিক ব্রাজিল অবশ্য বিশ্বকাপ শুরুর প্রাক্কালে প্রতিবাদ বিক্ষোভে জেরবার। গেল বছর বিশ্বকাপের প্রস্তুতিমূলক টুর্নামেন্ট কনফেডারেশন কাপের প্রাক্কালেও একই অবস্থা হয়েছিল দেশটিতে। সেবারও ব্রাজিলীয়রা তাদের জাতীয় দলের ক্রমশ ভাল ফলাফলের প্রেক্ষিতে প্রতিবাদ থামিয়ে নেইমারদের পেছনে জড়ো হয়।



ছবি : বিশ্বকাপে সন্ত্রাসবাদ-গুণ্ডামি রুখতে ব্যাপক পদক্ষেপ:

ব্রাজিলের পর্যটকদের সর্বোচ্চ নিরাপত্তা জোরদার



মেতে উঠুন ফুটবল বিশ্বকাপ জ্বরে :জেনে নিন ফুটবল বিশ্বকাপের খুটিনাটি !!!☜═㋡ Please Like This Page

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০২ রা জুন, ২০১৪ রাত ১১:৪৭

একজন ঘূণপোকা বলেছেন:
এড দিলেন :(


ধুর মিয়া।

০৩ রা জুন, ২০১৪ রাত ১২:১১

আহমদ-মুসা বলেছেন: লেখক বলেছেন: হুম কইতেই পারেন ..

আসলে আমি একজন ফুটবল পাগলা । ব্লগে চাইলেও খুব বেশি পোষ্ট করা যায়না , সেই সমস্যার কথা মাথায় রেখে ফুটবল বিশ্বকাপের খুটিনাটি জানতে - জানাতে পেজটা খোলা ।

সাড়াও ভালো পাচ্ছি ।
আসুন ,মেতে উঠি ফুটবল বিশ্বকাপ জ্বরে ........
[ ঘূণপোকা, ভুল না বুঝলো কৃতার্থ হব ]

২| ০৩ রা জুন, ২০১৪ রাত ১২:২৫

একজন ঘূণপোকা বলেছেন:
আরে নাহ। ভুল বোঝার কিছু নাই। :)

আপনি যদি আরেকটু ডিটেলস এবং ভালো ভালো কিছি ইনফো দিতেন।

আর শেষে পেইজের বিজ্ঞাপনটা দিতেন।

তবে একটা কোয়ালিটি পোস্ট হইত।

আর এটা আপনার পেইজেরও হিট বাড়াত। আপনার এই পোস্ট দেখে অনেকেই আপনার পেইজকে ভাওতা মনে করতে পারে।


:)

০৩ রা জুন, ২০১৪ রাত ১২:৩৪

আহমদ-মুসা বলেছেন: ধন্যবাদ

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.