নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
এই পথে যাওয়ার হাজার রকম কারণ আছে-
এই পথে যেতে অনেক সময় বারণ আছে ৷
এই পথই তোমায় নিয়ে যাবে অনেক দুর-
এই পথই তোমায় নিতে পারে 'অচীনপুর' ৷
এই পথেই যেতে চোরা-গুপ্তা হামলা হয় -
এই পথের মাঝে নুইসেন্স অ্যাক্টে মামলা হয় ৷
এই পথে তুমি হতে পারো পিকেটিং -
এই পথেই ধরা কিংবা ব্লাক টিকেটিং ৷
এই পথেই খোলা রেলপথে রয় 'ফিসপ্লেট'-
এই পথেই থাকে তীক্ষ্ণ ধারের 'সোর্ড ব্লেড' ৷
এই পথের শেষে দিগন্তজোড়া মেঠো পথ-
এই পথেই দেখা মেলে সাগর-নদীপথ ৷
এই পথে তড়িৎ -বেগে দিতে আকাশ পাড়ি-
এই পথেই যেতে হবে একদিন ' আপন বাড়ি '৷
এই পথেই মিলবে দেখা তোমার অনেক পথে -
এই পথ যখন মিলবে শেষে একটি পথে ৷
এই পথেই যেতে একদিন'তো পথ হারাবে-
সেই পথের সন্ধান দিতে ’কেউ' সামনে দাঁড়াবে ৷৷
============
©somewhere in net ltd.