নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। শটকাট মেন্যু ।।

১৭ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:৩১

জীবনের চাওয়া- পাওয়া আসরের ভেন্যুতে,
আমাদের অভ্যাস 'শর্টকাট মেন্যুতে /
আজকের প্রজন্মের সবকিছু ডিজিটাল,
হাতে হাতে সেলফোন নিত্য যে বিজি-তাল /
ছাত্রের সিলেবাসে আ'ধেক নৈর্ব্যাক্তিক,
ব্যাসিক্যালী আছে কিছু ! জ্যামিতি বা গাণিতিক?
পড়াশোনা শর্টকাট তাও রেজাল্ট এ'প্লাস,
'এনসাইক্লোপিডিয়ার' নাম নেই 'জিনিয়াস' /
তবে, ভালো প্রফেশনে যাওয়াটাই সুকঠিন,
দৈনন্দিন কাজে মানেনা যে 'ডে-রুটিণ' /
চাকুরী বা ব্যবসায় শর্টকাটে বড়লোক,
হতে চায় তাড়াতাড়ি দূর্র্নীতি করে হোক /
গরীবের হক মেরে কোটিপতি ধনবান,
নাম,যশ-খ্যাতিতে সবচেয়ে খ্যাতিমান /
তবে, এক কথা হলো আদালতে জনতার,
দোষী সাব্যস্তে নিঘাত ফাঁসি তার /
তাই,--
শর্টকাট মেন্যুতে ফলাফল শূণ্য,
'ডেস্কটপে' তা থাকুক ক্ষনিকের জন্য ।
======

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.