নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

এই কথা .....

১৮ ই ফেব্রুয়ারি, ২০১৫ বিকাল ৪:০০

এই কথা বলার অনেক রকম কারণ আছে ,
এই কথা বলা অনেক সময় 'বারণ' আছে ।
এই কথা দিয়েই অনেক কথার সুচনা হয় ,
এই কথা দিয়ে কথামালা রচনা হয় ।
এই কথার মাঝে থাকে কথার উদ্ধ্ তি ,
এই কথায় থাকে কিছু কথার বিব্ তি ।
এই কথায় লুকায় অনেক কথার ভেশ বচণ ,
এই কথায় ঘটে অনেক নেতার শেষ পচন ।
এই কথার কিছু শূধুই হলো 'কথার কথা ',
এই কথাতো নয় কথার কথা 'যথা-তথা' ।
এই কথা দিয়েই অনেক কথার 'খবর' হয় ,
এই কথা দিয়েই নীতিকথার 'কবর' হয় ।
এই কথায় বলে -' কাজ বেশী , কথা কম ,
এই কথায় খুশি প্রতিবেশীর ব্যথা .কম ।
এই কথার বুলি আওড়িয়েতো বাঁচাল হয় ,
এই কথায় আড্ডা বন্ধু মিলে পেচাল হয় ।
এই কথায় বলে ' দিন যায়, কথা থাকে ' ,
এই কথার মাঝে দিনতো গড়ায় 'কথার ফাঁকে' ।
এই কথার মুখে যায়না বুঝা বোবা-কালা ,
এই কথায় ঝুকে মিডিয়াতে বাড়ায় জালা ।
এই কথা নিয়েই অনেক সময় হামলা হয় ,
এই কথা দিয়েই কথায় কথায় মামলা হয় ।
এই কথায় সদা রমণীরা তুষ্ট হয় ,
এই কথায় বেশী পুরুষেরা তুষ্ট নয় ।
এই কথায় শান্তি বিনষ্টা নারী মুখরা ,
এই কথায় লক্ষ্য ভ্রষ্ট পুরুষ 'দুখুরা' ।
এই কথা বেশী নয় -আসুন করি কাজ ,
এই কথায় ধ্বংস হোক দুর্র্নীতিবাজ ।
এই কথার শেষে একটি 'কথাই' বলতে হয় ,
এই কথা শুনে রাস্তা মেপে চলতে হয় ।
এই কথার 'ফানুস' পথ চলাতে আঁকবোনা ,
'কথায় কথায়' 'সেলফোনে' কান ঢাকবোনা ।।
=============

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.