নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

II আমায় ডাকে II

১১ ই এপ্রিল, ২০১৫ সকাল ১১:৪৭

II আমায় ডাকে II

গাছ-গাছালীর নিঝুম বন
ছোট্ট নদী চাওয়াই,
আখ-পাখালীর শ্যামল ঘন
দূরবা ছাওয়া দাওয়াই ।
শরষে ফুলের হাসি ভরা
আমার সবুজ গাঁ,
নদীর কুলের পাগলপারা
ছোট্ট ঠিকানা-
আজো- ভুলতে পারিনা ।।

শীত সকালে মায়ের হাতে
ভাঁপা পিঠার উম্,
কোন খেয়ালে হাতেনাতে
কাড়তো ভোরের ঘুম ।
পাট-পঁচাঘাম দিঘীর জল
বিষম আমায় টানে,
গাছপাকা আম গাছেরই তল
ভুলিয়ে রাখে ঘ্রাণে-
আজো- ফিরিয়ে রাখে প্রাণে।

গাই দোহানো ভেজা বাসন
জড়িয়ে থাকা ফেনা,
রোদ পোহানো নাটা বন
পায়ে পায়ে বুণা ।
দড়ি ছেঁড়া এঁড়ে বাছুর
সোহাগ মাখায় মাকে ,
ঘড়ে ফেরা হরিষে দূপুর
লাফায় লেজের ফাঁকে-
আমায় আজো- ডাকে ।।
—–

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.