নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

‘ ঘ্যাচাং বন্দনা ’( বাংলাদেশের মোবাইলফোন অপারেটর কোম্পানীগুলোর প্রতি )

১৩ ই মে, ২০১৫ সন্ধ্যা ৬:০৭

সংসারে টুকিটাকি কতো দরকারী /
নিত্য যে খেতে লাগে আনাজ তরকারী ৷
সবকিছু ফিঁকে হয় বাজারের কোণে/
সবার আগে ‘ ফ্ল্যাক্সিটা ’ গ্রামীণফোনে ৷
মেজাজটা চরমে ব্যালেন্স ফাঁকা/
‘ঘ্যাচাং’ করে যখন কেটে নেয় টাকা ৷
বাজেনা তখন এক হাতের তালি /
মনে মনে দেয় শুধু ‘অশ্লীল’ গালি ৷
গরীরে রক্ত কি এতো সস্তা ?
শুষে নিয়ে বানায় শুধু ‘টাকার বস্তা’ !
বাস্ত সবকিছুই এক-ই দফার/
কমার্শিয়ালে ছাড়ে হাজারো অফার ৷
বাংলার সিধে-সাদা জনগণ বোকা /
‘ভোক্তা অধিকারে’ খায় শুধু ধোকা ৷
তবে তাঁরা বোকা নয় অতিশয় চালাক/
ঘৃণাভরে চিরতরে করবে তালাক ৷
চাছাছোলা চেহারাতে ‘ এক বস্ত্র ’ /
একটাই আছে শুধু ‘ ঘৃণা অস্ত্র ’৷
প্রতিযোগিতায় আছে কতো কোম্পানী /
শেষ হয়ে যাবে নিঃশেষে দমখানি ৷
জনগণ থেকে না তাই হতে ত্যজ্য /
‘মানবিক মন ’ নিয়ে করুন বানিজ্য ৷
=====

মন্তব্য ০ টি রেটিং +১/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.