নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

II কোরবানীর ঈদে ক্ষুদে বার্তা II

২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:২২

একটি ম্যাসেজ পেলাম আমি
রাত বারটা ছ’য়ে/
ম্যাসেজ এলার্ট পেয়েই যে তা
দেখলাম ভয়ে ভয়ে ।
সেলফোনের স্ক্রীনেতে
বস্ -এর ক্ষুদে বার্তা /
আজকে ঈদের দিন বুঝি তাই
সবার শুভ বারতা ।
প্রতিটি দিন হোক ঈদের দিন
সবার জীবনে /
কাম্য মোরা রোজই করি ,
বাস্তবে কী বনে ?
ইসলামে তো ধনি-গরীব,
কর্মচারী- বস্ -এ /
ঈদগাহেতে নামাজ পড়া
এক কাতারে বসে ।
একজীবনে একমাত্র
প্রিয় যে সবচেয়ে /
সবার আগে কোরবানী হোক
দর্প খোদার রাহে ।
কোরবানীর সেই মহান ব্রত
মানছে ক’জন আজ /
ময়লা কভু হয়নাতো সেই
শুভ্র জায়নামাজ ।।
==========

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৭ শে সেপ্টেম্বর, ২০১৫ বিকাল ৫:৩০

বালুচর্ বলেছেন: বেশ সুন্দর। বার্তাও সার্বজনীন। ঈদ মুবারক কবি।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ সন্ধ্যা ৭:৫৫

আহমেদ রুহুল আমিন বলেছেন: সা - হো- ব্লগে কেউতো সহসা মন্তব্য করেনা ! আপনি কষ্ট করে মন্তব্য করেছেন । আজকাল কেউ কষ্ট করে ছড়া, কবিতা, ছোটগল্প বা উপন্যাস পড়ে বলে মনে হয়না --- । অনেক ধন্যবাদ ভাই । ভাল থাকবেন ।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০১৫ রাত ৮:০০

অন্ধবিন্দু বলেছেন: ময়লা কভু হয়নাতো সেই
শুভ্র জায়নামাজ


শক্তিধর সত্য উচ্চারণ

৪| ০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৪০

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ অন্ধবিন্দু(!) ভাই ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.