নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

‘ স্বাধীনতা, সততা ও ভালবাসা ’ ।

০৫ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৪:৫৪

ইদানিং, ‘স্বাধীনতা’ শব্দটি এক ধরনের এলার্জীর উদ্রেগ ঘটায়/
মনে হয় জীবনে স্বাধীনতা দিয়ে কি পেলাম ?
আজকাল ‘সম্ভ্রম’ বিকিয়ে আমরা স্বাধীনতার বেসাতী করছি ।
যেখানেই যাই, শহর -গ্রাম – জনপদ- অরণ্য,
স্বাধীনতার শীষে আজ ‘লেদাকীট’ -এর উপদ্রপ ।
ইদানিং, ‘সততার’ সারির বিশেষণগুলো আর ভাল লাগেনা /
মনে হয়, জীবনে সততা দেখিয়ে কি পেলাম ?
আজকাল ‘বিশ্বাস’ বিকিয়ে আমরা সততার বেসাতী করছি ।
যেখানেই যাই , আপাতমস্তক-শরীর -আসমূদ্র-হিমাচল,
সততার শ্বেতকণিকায় আজ ঘাতক ‘রক্তব্যাধি’ ।
ইদানিং,’ভালবাসার’ শুভ্র অনুভুতিগুলো মনে হয় অর্থহীন /
মনে হয়, জীবনে ভালবাসা দিয়ে কি পেলাম ?
আজকাল ‘বেদনা’ বিকিয়ে আমরা ভালবাসার বেসাতী করছি ।
যেখানেই যাই, ফুল-পাখি-সৈকত-সমূদ্র,
ভালবাসার শেকড়মূলে আজ ‘এইচআইভি পজিটিভ’ ।।
========

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:৩২

অন্ধবিন্দু বলেছেন:
এইচআইভি পজিটিভ !!
আসলে আপনার কথা ভিত্তিহীন তাও না। প্রশ্ন জাগে মনে।

ভালোলাগা জানবেন।

২| ০৭ ই অক্টোবর, ২০১৫ বিকাল ৫:১৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ভাই । ভাল থাকবেন , এই কামনা সতত: ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.