![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
ধান ক্ষেতে এক আল পথে-
সুর পেতে এক বাউল গায়েন
চলছে হেটে একা ,
গাছগাছালী -পাখপাখালী-
মধুখালীর বাঁক পেড়িয়ে
পায়নি পথের দেখা ।
উতাল মনে কী জাল বুণে-
রোদ কিরণে সাঁতার দিয়ে
সারাটা দিন ফুরোয়,
আকাশ মাখা মেঘে ঢাকা-
ভীষণ একা একটি নদী
দেখলো পথের চুড়োয় ।
তাইতো শেষে নদীর পাশে-
উদাস বেশে এক তারাতে
ধরলো পথের গান,
গানের তানে দিগন পানে-
সুরের টানে নদীর পাড়ে
উথলে উঠে বান ।।
________
২| ২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৪৯
আহমেদ জী এস বলেছেন: আহমেদ রুহুল আমিন ,
ছবিটির সাথে মিলে গেছে এই লাইনগুলো -
তাইতো শেষে নদীর পাশে-
উদাস বেশে এক তারাতে
ধরলো পথের গান.............
ভালো লিখেছেন ।
৩| ২৪ শে এপ্রিল, ২০১৬ সকাল ৮:০৮
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১|
২২ শে এপ্রিল, ২০১৬ রাত ৯:৩৯
দইজ্জার তুআন বলেছেন: ভালো লাগা
+++++++