নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। দু\' টো অনুকাব্য ।।

০৮ ই মে, ২০১৬ সকাল ১১:২৪




এক নদী …

এইমাত্র হিমালয় থেকে নেমে এলো
এক নদী / চড়াই – উৎড়াই ভেঙ্গে /
বুভুক্ষু কিষাণের কর্ষিত মাটি ভেদ করে –
নদী যায়/ তার পাড় ভাঙ্গে আর ভাঙ্গে !
এমনি করে কেটে যায় –
মহাজাগতিক আগামী সূর্যের দিন /
আসমূদ্র হিমাচল থেকে দূকূল ছাঁপিয়ে –
গড়ে উঠে উর্বর জমি/নগর/মফস্বল/
নিবিঢ় বনাঞ্চল/
কিষাণ হাসির বসতি ।।
=====

এতো দিন ছিলো ….

এতো দিন ছিলো/ স্বপ্নরা শুধুই ব্যথা দেয়/
পাড়ের ওপাড় থেকে নীলাকাশ নীল ছড়ায়/
তুলো পাজা মেঘ উড়ে … /
হঠাৎ….
কোত্থেকে ঝড় এলো –
মেঘেরা ব্যথা পেলো /
আর সেই সাথে অসংখ্য ভাগে ভাগ হয়ে
নীল-কালো প্রচ্ছদের প্রলেপ দিলো একটি ।্
=======

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.