নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
ওরা ‘কামাত পাড়ার’ ছেলে
ওদের আছে গলায় গলায় ভাব ,
ওরা এই মাটিতে খেলে
পাথর তুলতে ‘সাইডে’ গেছে বাপ ।
ওরা অল্পে তুষ্ট কিনা -
খাবার খেতে নেই কোন রাখঢাক,
দিনে একবারই খায় ভাত
পাতে জোটে শুধুই যে ‘পাটশাক’ ।
ওরা বন্ধু যে তিনজন
মা’ যায় রোজ পাথর ভাঙ্গার কাজে,
ওদের রাখেনা কেউ খোঁজ
নিত্য প্রাণে ক্ষুধার বাদ্যি বাজে ।
ওরা স্কুলে যায় বটে
কিন্তু যেন কোথায় অবহেলা ,
ওদের সাজ-পোশাকই বলে
ধুলোমাখা জীবন হেলা-ফেলা ।
ওরা ‘দেবনগরের’ ছেলে
ওদের শুধু ‘স্বপ্ন চোখে-মুখে’ ,
ওরা ‘অমনিই’ বড় হবে ‘স্বপ্নগুলো’ পাথর ভাঙ্গবে বুকে ।।
=========
২| ১৬ ই মে, ২০১৬ রাত ৮:৪৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ভাই গঠণমূলক মন্তব্যের জন্য ।
৩| ১৬ ই মে, ২০১৬ রাত ১০:৩২
সোজোন বাদিয়া বলেছেন: আন্তরিক সালাম রইল এমন মানবতার বাণী তুলে ধরার জন্য। ভাল থাকুন।
©somewhere in net ltd.
১| ১৬ ই মে, ২০১৬ রাত ৮:৩৩
মো: ইমরান আল হাদী বলেছেন: বাস্তবতার গল্প, মানবতার গান আপনার কবিতার ফুটে উঠেছে সহজ সাবলিল ভাবে।আপনাকে অভিনন্দন।