নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

`হে তারুণ্য\'

০৯ ই অক্টোবর, ২০১৬ বিকাল ৫:৪৬

হে তারুণ্য,

"আজকে তুমি নষ্ট পথে পা বাড়িয়ে যদি মৃল্যবান সময় নষ্ট কর, তবে মনে রাখবে- নষ্ট সময় গুলোই তোমার জন্য একদিন কষ্টের কারণ হবে , তখন নিজেকে শোধরানোর এই সময় আর তোমাকে ধরা দেবেনা । সুতরাং সাবধান !!.... সময় থাকতে সময়ের সদব্যবহার কর ।"

হে তারুণ্য,
"আজকে তুমি নষ্ট পথে পা বাড়িয়ে যদি সদ উপার্জনের মৃল্যবান অর্থ নষ্ট কাজে ব্যবহার কর , তবে মনে রাখবে- নষ্ট কাজে অর্থ ব্যয়ের কারণ গুলোই তোমার জন্য একদিন কষ্টের কারণ হবে , তখন নিজেকে শোধরানোর জন্য এই অর্থ আর তোমাকে ধরা দেবেনা । সুতরাং সাবধান !!..... অর্থ থাকতে অর্থের সদব্যবহার কর । আর মনে রাখবে, তোমার পিতা/মাতার দেওয়া অবৈধ অর্থও তোমার নিকট বৈধ উপার্জন, কেননা- এই অর্থ উপার্জনের উৎস সম্পর্কে আল্লাহ্'র কাছে তোমার পিতা/মাতাকেই জবাবদিহি করতে হবে , তোমাকে নয় ।"

মন্তব্য ০ টি রেটিং +০/-০

মন্তব্য (০) মন্তব্য লিখুন

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.