নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
তোমার মাঝে দেখতে যে পাই
'সব্যসাচীর' মুখ ,
বাংলা মায়ের বদণ ঘিরে
থাকবে যে উম্মূখ !
ইতিহাসের খেরো খাতার
জমাট দুঃখ গুলো,
দুর করে সব কষ্ট পুষে
বাংলা মা'কে বলো ।
ফিরবে কবে- তৈজষেতে
পিতামহের প্রাণে ?
বুকরঙ্গি মাছ , রাই-সরিষায়,
হৃৎ-কলমের টানে !!
কৃতজ্ঞতায় : দ্বিতীয় সৈয়দ হক , তাঁর ফে'বু এলবাম থেকে ছবি সংগৃহীত ।
২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৪
আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ।
২| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৩
সুমন কর বলেছেন: ভালো লাগল।
২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৬
আহমেদ রুহুল আমিন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে,ধন্যবাদ ।
৩| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০
অতঃপর হৃদয় বলেছেন: ভালো লিখেছেন। ছবি আরো চমৎকার সংগ্রহ!
২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: অশেষ ধন্যবাদ, মন্তব্যের জন্য ।
©somewhere in net ltd.
১| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৩
চাঁদগাজী বলেছেন:
কবিতার চেয়ে ছবি ভালো লেগেছে!