নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

ফিরে এসো বাংলাদেশ ...কোথায় যাচ্ছ তুমি ?..

২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:১৪


তোমার মাঝে দেখতে যে পাই
'সব্যসাচীর' মুখ ,
বাংলা মায়ের বদণ ঘিরে
থাকবে যে উম্মূখ !
ইতিহাসের খেরো খাতার
জমাট দুঃখ গুলো,
দুর করে সব কষ্ট পুষে
বাংলা মা'কে বলো ।
ফিরবে কবে- তৈজষেতে
পিতামহের প্রাণে ?
বুকরঙ্গি মাছ , রাই-সরিষায়,
হৃৎ-কলমের টানে !!

কৃতজ্ঞতায় : দ্বিতীয় সৈয়দ হক , তাঁর ফে'বু এলবাম থেকে ছবি সংগৃহীত ।

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ২২ শে অক্টোবর, ২০১৬ সকাল ৭:৫৩

চাঁদগাজী বলেছেন:



কবিতার চেয়ে ছবি ভালো লেগেছে!

২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ।

২| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:০৩

সুমন কর বলেছেন: ভালো লাগল।

২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৬

আহমেদ রুহুল আমিন বলেছেন: আপনার ভাল লেগেছে জেনে আমারও ভাল লাগছে,ধন্যবাদ ।

৩| ২২ শে অক্টোবর, ২০১৬ দুপুর ২:১০

অতঃপর হৃদয় বলেছেন: ভালো লিখেছেন। ছবি আরো চমৎকার সংগ্রহ!

২৩ শে অক্টোবর, ২০১৬ ভোর ৬:২৭

আহমেদ রুহুল আমিন বলেছেন: অশেষ ধন্যবাদ, মন্তব্যের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.