নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। \'স্লো-পয়জন ।। - আহমেদ রুহুল আমিন ।

১৯ শে জানুয়ারি, ২০১৭ ভোর ৬:৫৫


তুই বড়ো জোঁক রক্তচোষা
তুই বড়ো ইবলিশ,
মানুষ হয়েও পণ্যে যখন
নিত্য 'ভেজাল' দিস ।

'টাটকা বিষ' দাও আনাজে
তোমরাতো কয়জন,
আমজনতার শরীরে ঢুকাও
'স্লো-পয়জন' ।

গণমানুষের জীবনের দায়
নিচ্ছ কেন কাঁধে ?
'বুড়ো- শিশু' সবার জীবন
যখন মৃত্যুফাঁদে !

ভুগতে পারে সারা জীবন
'মরনব্যাধিতেও',
হতে পারে নিকটজন তোর
বংশকুলের কেউ !

'জীবনঘাতি' রাসায়নিক দাও
খোদার নিয়ামতে,
জবাবে কি বলবে বলো
সেদিন কেয়ামতে ?

শোসিতের তো চামড়া ছিলে
বানাস সখের মাদুর ,
খাবলেতো খাস দেহের মাংস
'রক্তচাটা বাদুর' ।

'উপরিলাভ' আমজনতার
রক্ত ক্ষরণ,
নিত্য করো ভোক্তাগণের
অধিকার হরণ ।

'উপরিলাভ' 'উপরঅলার'
হাতের মুঠোয় থাকে,
রুটি রুজির বরকতে তা
জমবে কোন ফাঁকে ।

এবার একটু ক্ষান্ত দে তোর
'মৃত্যু' কখন হবে -
বলতে পারিস ? এই পাপের কী
দায় কাঁধে কেউ নেবে !

'সত্য -ন্যায়' এর পথে চলে
'মিথ্যা'কে বর্জন,
'সৎ মানুষির' সাথে করো
'সদুপার্জন' ।

'ব্যবসাকে' ব্যবসা নয়
'রুজি' হিসেবে ধরো,
রোজগারী এক মানুষ হয়ে
মানবসেবা করো ।

'সেবাব্রত' পেয়ে মানুষ
'ভালো'তো বাসবেই,
অন্ধকারে বদ্ধ ঘরে
'আলো'তো আসবেই ।
=======

মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:০৪

জীবন সাগর বলেছেন: দারুণ হয়েছে। কবিতা খুব সুন্দর হয়েছে।
ভালো লাগা রেখে গেলাম কবিতায়।
শুভ সকাল। আলো ফিরে আসুক

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫২

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, শুভকামনা ।

২| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ৭:৫৩

সৈয়দ তাজুল বলেছেন: অন্ধকারে বদ্ধ ঘরে
'আলো'তো আসবেই ।


খুব ভাল হয়েছে! শুভ সকাল।

২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৫

আহমেদ রুহুল আমিন বলেছেন: অবশ্যই, আলো আসবেই, আসতেই হবে। মন্তব্য প্রদানের জন্য শুভ কামনা ।

৩| ১৯ শে জানুয়ারি, ২০১৭ সকাল ১১:৪০

ধ্রুবক আলো বলেছেন: ভুগতে পারে সারা জীবন
'মরনব্যাধিতেও',
হতে পারে নিকটজন তোর
বংশকুলের কেউ !
- যাদের উদ্দেশ্যে কথা বলেছেন তারা এই শুনেও না শুনার ভান করবে!!
কথায় আছে না; কয়লা ধুলে ময়লা যায় না!!

লেখা খুব ভালো লিখেছেন +++
শুভ কামনা

৪| ২০ শে জানুয়ারি, ২০১৭ রাত ১১:৫৯

আহমেদ রুহুল আমিন বলেছেন: আমরাতো আশাবাদী মানুষ,তাই কখনো নিরাশ হইনা । মন্তব্য প্রদানের জন্য ধন্যবাদ, শুভকামনা সতত:।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.