নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
তুই তো ঠকাস
মানুষ ভুগাস
তুই বড়ো ইবলিশ,
‘উপরি পাওনার’ বিনিময়ে
নাগরিক সেবা দিস !
শোসিতের তো চামড়া ছিলে
বানাস সখের মাদুর ,
খাবলেতো খাস দেহের মাংস
রক্তচাটা বাদুর ।
‘উপরিটাতো’ আমজনতার
রক্ত ক্ষরণ,
নিত্য করো গণমানুষের
অধিকার হরণ ।
‘উপরি’তো “উপরঅলার”
হাতের মুঠোয় থাকে,
'রুটি রুজির' বরকতে তা
জমবে কোন ফাঁকে ।
এবার একটু ক্ষান্ত দে তোর
‘মৃত্যু’ কখন হবে -
বলতে পারিস ?‘ এই পাপের কী
দায় কাঁধে কেউ নেবে !
‘সত্য -ন্যায়’ এর পথে চলে
মিথ্যাকে বর্জন,
‘সৎ মানুষির’ সাথে করো
সদুপার্জন ।
‘চাকুরীকে’ ‘চাকুরী’ নয়
‘কাজ’ হিসেবে ধরো,
'কাজ পাগল' এক মানুষ হয়ে
মানবসেবা করো ।
‘সেবাব্রত’ পেয়ে মানুষ
ভালোতো বাসবেই,
অন্ধকারে বদ্ধ ঘরে
‘আলোতো’ আসবেই ।
===========
©somewhere in net ltd.