নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
জীবনের এই 'সফটকপির'তো
পেলামনা দর্শন,
'উইন্ডোজ' তোর পুরোনো নাকি
'আপডেটেড ভার্সন' ?
'মিটার - ব্রড' এক লাইনে চলে
একতা- তিস্তা,
'উইন্ডোজ কী লেটেস্টাই'
না 'এক্সপি'- 'ভিসতা' ।
কোন ট্রেনে যাবে বাড়ি
লোকাল নাকি মেইলে ,
'মেসেজিং' এর এড্রেস দেখো
'ইয়াহু' বা 'জিমেইলে' ।
অনলাইনে তোর টিকেটখানা
দেয়নি ’তো 'আপডাউন',
ষাট পেড়ুতে না পেড়ুতেও
ঘটবেতো 'সাটডাউন' ।
এই জীবনতো 'বুড়িয়ে' গেল
'গুড়িয়ে গেল সব',
এক নিমেশে ফুরিয়ে গেল
'বর্ণিল উৎসব' ।
শুধু আসা যাওয়ার মাঝে
রাখলি'তো কম খোঁজ,
জীবনভর 'এমএস ওয়ার্ডে'
করলিতো 'কমপোজ' ।
মেসেজ'তো তোর ছিল ফাঁকা
'ভাইরাস' ছিল পিছু,
'এটাস্ট ফাইলও' খালি ছিল
ভাবলিনা’তো কিছু ।
নিউজ’ও থাকবে পড়ে
কেউ জানবেনা খবরে,
সফট’টা রবে 'মহাগুগলে'-
হার্ডকপি "কবরে" ।
--------------------------
©somewhere in net ltd.
১| ০৫ ই ফেব্রুয়ারি, ২০১৭ সকাল ১০:৩৭
এম এ কাশেম বলেছেন: চমৎকার কবি।
শুভেচ্ছা জানবেন।