নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
'মামা'দের হাতে ছোঁয়া
অভিনব যন্ত্র ,
নিমেষেই হাওয়া হয়
সব 'যাদুমন্ত্র' ।
অফিস বা আদালতে
'মামা' থাক যেপদে,
সময়েই দেখা মেলে
আপদে কি -বিপদে ।
চলনে কী বলনে তার
থাকে সদা ভক্তি,
হাতে থাকে সবসময়
মারফতি শক্তি ।
লাখ থেকে কোটি টাকা
কিংবা হাজারে,
'মামা' থাকে ঘাপটিতে
চাকুরির বাজারে ।
থানা আর কারাগার
ডাক্তারী সিরিয়াল,
হাসপাতালের সীট
হোস্টেলে ফিরি ডাল।
পোস্টিং ভাল তথা
অফিসের ফাইলে,
মামলায় জট বাঁধা
জমিজমা- আইলে ।
বিদেশে পাড়িজমা
পাসপোর্ট- ভিসাতে,
নগদে কি লাইসেন্স
জালজুড়ি মিশাতে ।
বাসাবাড়ি ঠিকাদারি
রাজনীতি সাপোর্টে,
সবকিছু ফিকে হয়
'মামা'দের দাপটে ।
'মামারা' সবসময়
হয় নিঃস্বার্থ,
সমাজের 'চাচারা'তো
দেখে নিজ স্বার্থ !
'মামা'দের এক চেহারা
ফর্সা বা কালা হোক,
এক রং 'টাকা'টাই
'বাপে'দের শালা হোক ।
স্মরণে কেউ রাখেনা‘তো
'মামাদের দুঃখ',
এতো কিছু ইজি হয়
'টাকা' নয় মুখ্য '!!
সবকাজে 'মামা' ছাড়া
আমাদের গতি নেই,
দিনকাল পাল্টালে
'মামা'দের ক্ষতি নেই ।।
------------
২| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:১৬
মোস্তফা সোহেল বলেছেন: দারুন ছড়া। ছড়ায়+++
মামা নেই যার কেউ নেই তার।
৩| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৪২
মুহাম্মদ তাজরিয়ান আলম আয়াজ বলেছেন: হাহা,সেইরকম লাগল।++++++
৪| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:৫২
তারেক ফাহিম বলেছেন: ছড়ায় ছড়ায়, মায়ের ভাইয়ের কত সুন্দর কবিতা, তবে দুঃখ লাগে যখন মামা সেজে মামা চায়।
৫| ১১ ই এপ্রিল, ২০১৭ সন্ধ্যা ৬:১১
অতঃপর হৃদয় বলেছেন: অনেক সুন্দর হয়েছে। ভালো লাগলো।
৬| ১১ ই এপ্রিল, ২০১৭ রাত ৯:৫০
ধ্রুবক আলো বলেছেন: খুব সুন্দর ছন্দে বাস্তব টা তুলে ধরলেন। মামা ছাড়া এখন কিছুই হয় না!
ভালো লাগলো পোস্টে +++
©somewhere in net ltd.
১| ১১ ই এপ্রিল, ২০১৭ বিকাল ৫:০৯
বিজন রয় বলেছেন: হা হা হা ............ দারুন।
তবে আমার এরকম কোন মামা নেই।
যা পেয়েছি নিজের চেষ্টায়।
পোস্টে +++++