![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
নীলাকাশে মেঘ জমেছে
অমানিশার ভাদর /
কালোমেঘে নীল ছুঁয়েছে
একটুখানি আদর ।
মেঘের ফাঁকে লাগলো কিনা
একটু রোদের ঝলক/
সেই আলোতে পড়লো চোখে
একটুখানি পলক ।
চোখ মেলে যেই জেগে দেখি
দাঁড়িয়ে আছিস তুই/
মেঘে মেঘে বেলার মতোই
বড়ো হলি 'মা' তুই ।
এইতো সেদিন ঘুম পাড়ানী
মাসি- পিসির খোঁজে/
দেশান্তরি রাজকুমোর
ঘোড়ায় ছুটতোযে ।
কল্পলোকে গল্প কতো
রাজ্য ছড়াছড়ি/
ফোকলা মুখে বলতে কিনা
বানিয়ে সরাসরি ।
কানপেতে আজ নিত্য শুনি
দুই একে দুই/
নামতা পড়া বেলার মতোই
বড়ো হলি 'মা' তুই ।
কোল জুড়ে তো মন ভরেনি
পড়াশুনোর ফাঁকে /
একটু আদর ভালবাসা
মায়ের জন্য থাকে ।
প্রফেশনটাই বাইরে রাখার
বাপতো বিদেশ বিভুই /
মেয়ে বেলার ফাঁকে কখন
বড়ো হলি 'মা' তুই ।
সন্তানেরা ছোটই থাকে
মা-বাপের কাছে /
যতোদুরেই থাকুক কেন
দোয়াতো সাথেই আছে ।
মেঘের কোলে জল জমেছে
হৃদয় জলে নাওয়া /
যতো দুরে যেখানেই যাও
এই জলেই নাওয়া - খাওয়া।।
===============
©somewhere in net ltd.
১|
২২ শে জুলাই, ২০১৭ দুপুর ১:১৬
ফয়সাল সোহাগ বলেছেন: অনবদ্য রসায়ন আছে! দারুন লাগলো।