নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। গাজী তারেক সালমান ।।

৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ১:২১


মেধা মনন খাটান যখন
যা কিছু পান তাই দিয়া/
নিত্য নুতন সৃষ্টিশীল তাঁর
'ইনোভেশন আইডিয়া' ।
'বঙ্গবন্ধু' -'বাংলাদেশ'
এক বৃন্তে দু'টি ফুল /
এই প্রজন্ম জানুক বেশী
এটিই ছিল মস্ত ভুল ।
এদেশ মাটি মানুষ নিয়েই
ভালমানুষি চিন্তা তাঁর /
জনমানুষের - নিত্য কাজে
ব্যস্ত কাটে দিনটা তাঁর ।
ইতিহাসের গভীর 'খাদ'
কিংবা উঠুক শিখরে/
বাড়তে দেয়া যাবেনা'তো
কাটতে হবে শিঁকড়ে ।
তারুণ্য'র এই ভাবনা যখন
থুবড়ে পড়ে অঙ্কুরে /
একজনই'তো গুমড়ে কাঁদেন
ভালবাসার শঙ্কুরে ।
এই মানুষটিই 'গাজী তারেক-
সালমান' টি এন ও,
শিল্পকলা চর্চার সাথে
ই- সেবা টি দেন'ও ।
======

মন্তব্য ৬ টি রেটিং +২/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:০৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে খুব

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:০১

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।

২| ৩১ শে জুলাই, ২০১৭ দুপুর ২:৫৯

মিন্টু ভাই বলেছেন: সুন্দর হয়েচে ।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:০২

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ মন্তব্যের জন্য ।

৩| ৩১ শে জুলাই, ২০১৭ বিকাল ৪:৩১

ধুতরার ফুল বলেছেন: বেশ! চমৎকার কবিতা।

০১ লা আগস্ট, ২০১৭ সকাল ১১:০২

আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্য প্রদানের জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.