নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
ওরা 'রাজমহালের' মেয়ে
ওরা ছুটবে অনেক দুর,
ওদের মেলছে ডানা খানিক
স্বপ্ন 'অচিনপুর' ।
ওদের ভাবনা আছে কত
আকাশ যেমন কাঁদে,
ওদের মিতালি যার সাথে
সে'তো নিত্য প্রাণে বাঁধে।
ওরা 'বেউলাডাঙ্গা'র মেয়ে
ওদের ভাব'তো বুঝা দায়,
ওরা মেঘের ছবি আঁকে
নীল আকাশের গায়।
ওরা আঁকে নদী-পাহাড়
দুরের সীমানায়,
আঁকছে বসত বাড়ি
মেঘের আঙিনায় ।
ওরা 'নাটকটোকা'র মেয়ে
ওদের ভাবনা শত শত,
ওরা দিবে আকাশ পাড়ি
'খাবি- খাচ্ছে' অবিরত ।
ওরা 'ডান'কে বুঝে বাম ,
হিসেব পানির মত,
ওরা নয়'কে বুঝে ছয়
'আগামী'টা 'গত' ।
ওরা 'গাড়াতীশালের' মেয়ে
ওদের ভাবনা গুলো ঠিক,
ওরা ঝোপ বুঝে কোপ মারে,
হারাবেনা’তো দ্বিক ।
ওরা হারতে রাজি নয়,
মরতে রাজি আছে ,
ওরা 'মচকাবেনা' মোটেই
'ভাঙবে' না হয় পাছে ।
** ( পঞ্চগড় জেলায় বিলুপ্ত ছিটমহালের ভবিষ্যত উন্নয়ন ভাবনা নিয়ে ) ।
©somewhere in net ltd.
১| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮
শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর শুভ কামনা।