নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ।

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। ওরা \'রাজমহালের\' মেয়ে ।।(**)

১৬ ই আগস্ট, ২০১৭ দুপুর ১২:১২

ওরা 'রাজমহালের' মেয়ে
ওরা ছুটবে অনেক দুর,
ওদের মেলছে ডানা খানিক
স্বপ্ন 'অচিনপুর' ।

ওদের ভাবনা আছে কত
আকাশ যেমন কাঁদে,
ওদের মিতালি যার সাথে
সে'তো নিত্য প্রাণে বাঁধে।

ওরা 'বেউলাডাঙ্গা'র মেয়ে
ওদের ভাব'তো বুঝা দায়,
ওরা মেঘের ছবি আঁকে
নীল আকাশের গায়।

ওরা আঁকে নদী-পাহাড়
দুরের সীমানায়,
আঁকছে বসত বাড়ি
মেঘের আঙিনায় ।

ওরা 'নাটকটোকা'র মেয়ে
ওদের ভাবনা শত শত,
ওরা দিবে আকাশ পাড়ি
'খাবি- খাচ্ছে' অবিরত ।

ওরা 'ডান'কে বুঝে বাম ,
হিসেব পানির মত,
ওরা নয়'কে বুঝে ছয়
'আগামী'টা 'গত' ।

ওরা 'গাড়াতীশালের' মেয়ে
ওদের ভাবনা গুলো ঠিক,
ওরা ঝোপ বুঝে কোপ মারে,
হারাবেনা’তো দ্বিক ।

ওরা হারতে রাজি নয়,
মরতে রাজি আছে ,
ওরা 'মচকাবেনা' মোটেই
'ভাঙবে' না হয় পাছে ।

** ( পঞ্চগড় জেলায় বিলুপ্ত ছিটমহালের ভবিষ্যত উন্নয়ন ভাবনা নিয়ে ) ।

মন্তব্য ১ টি রেটিং +০/-০

মন্তব্য (১) মন্তব্য লিখুন

১| ১৬ ই আগস্ট, ২০১৭ সন্ধ্যা ৬:২৮

শুভ্র বিকেল বলেছেন: অনেক সুন্দর শুভ কামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.