নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
'আরাকানের' এই মাটিতেই
বাপ দাদাদের ভিটা /
এই মাটিতে আছে মায়ের
'রক্ত- নাড়ি'র ছিটা ।
তোমরা যতোই কোপাও মোদের
এই কোপানো শেষ না /
যতোই বলো 'বাংলা' তোমার-
'বাংলা' আমার দেশ না ।
যতোই দেখাও পোড়া চোখে
সামনে বুকের মানিক/
'বুটপায়েতে' গলায় বুকে
পিষ্ট করো খানিক ।
কিংবা ছুরি-বেয়নেটে
বহাও রক্ত গঙা/
সহস্র বার বলবো হেসে
আমিই 'রোহিঙ্গা' ।
যতোই করো আজকে মোদের
'নারীর' সম্ভ্রমহানি/
হাজার রকম কষ্ট দিয়ে
গড়াও চোখের পানি ।
কিংবা পা-হাত কেটে
মোদের জীবন করো শেষ /
চিৎকারে বলবো লক্ষ বার
'রাখাইন' আমার দেশ ।
'ইতর তোরা জংলি পশু'-
এই নামেতে সূখী !
তোদের আছে 'ডাইনি মাতা'
'ওং সান সুকি' ।
মোদের 'রক্তে' স্নান করে
তার শান্তিটুকুই শেষ না/
মগের মুল্লুক 'মায়ানমার'
যা অন্য কোন দেশ না !!
___________
২| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর ।+
৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:০০
আহমেদ রুহুল আমিন বলেছেন: মন্তব্যের জন্য আপনাদের অনেক ধন্যবাদ ।
©somewhere in net ltd.
১| ১১ ই সেপ্টেম্বর, ২০১৭ বিকাল ৪:০৯
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে