নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
ও'মা' তুমি মাফ করে দাও-
'মা আমার',
আহ্লাদে আজ পুড়ছে কী'যে
গা - আমার ।
খোদার দোহাই সবারে করো
মাফ যদি /
স্বাক্ষী'যে আজ 'শাহ্পরী দ্বীপ'-
' নাফ নদী' ।
কসম তোমার 'চোখের জল'
আর 'দুধ - নহরের' /
আসবে সু'দিন 'রোহিঙ্গাদের'
'এই বহরের' ।
খোদার আরশ এই সময়েই
কাঁপছে কী,
তোমায় দেখে 'বিশ্ব বিবেক'
জাগছে কী !
খোদার কাছে তোমার
কিসের ফরিয়াদ,
বিশ্ব মানবতার হাতে
ধরি হাত ।
ওরা'তো 'মগ- মঙ্গোলীয়'
না - 'আর্য',
ধ্বংস ওদের আজকে
যা- অনিবার্য ।
------------
২| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১:৪৪
ভ্রমরের ডানা বলেছেন:
শাব্দিক হিমু বলেছেন: দারুন, শুরুর ৮ লাইন বেশ চমৎকার! শুভ কামনা রেখে গেলাম।
সহমত....
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০১৭ রাত ১২:৩৫
শাব্দিক হিমু বলেছেন: দারুন, শুরুর ৮ লাইন বেশ চমৎকার! শুভ কামনা রেখে গেলাম।