নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। অপাংক্তেয় -অনাকাংখিত -অছ্যুত... ।।

১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:০১

সৌরজগতের 'পৃথিবী' নামক
এই গ্রহে 'একান্ন কোটি স্কয়ার-
কিলোমিটার' জুড়ে আজ
তোমার কোন জায়গা নেই ..
কেউ স্বেচ্ছায় তোমার জন্য
ছাড়বেনা 'এক মাইক্রোমিটার ভুমি'..../
কেননা, তুমি 'অপাংক্তেয়-
অনাকাংখিত -
অছ্যুত' .... সদ্য জন্ম নেয়া -
"পৃথিবীতে-
অবৈধ-
অনুপ্রবেশকারী"-
'রোহিঙ্গা' ...!!

তুমি'তো জাননা .... ,
তুমি আজ অভিশপ্ত প্রকৃতির-
'খামখেয়ালিপনার' একমাত্র
'মনুষ্য ফসিল' ....
"জন্মই তোমার আজন্ম অভিশাপ" ..!
এখানে-
'পনের হাজার কোটি স্কয়ারকিলোমিটার'
ভুমির 'এক ডিজিট' জমিও
তোমার জন্য আর অবশিষ্ট নেই,
যাতে তোমার রক্ত - মাংস
সর্বস্ব এই ক্ষুদে দেহটির
একদিন 'সৎকার' হবে.... !
কেননা, মনুষ্য সৃষ্ট একমাত্র আদিম - অকৃত্রিম এই 'ভুরাজনৈতিক
বেশ্যাবৃত্তির যাতাকলে' আজ
নিস্পেষিত তোমার
'জন্মদাত্রির মাতৃজড়ায়ু' .....!!!
কালের আবর্তে ঘুরপাক খায়-
কেবল আজ এই 'অকাল সময়' .... !!!!

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ১২:৫৯

মঈনউদ্দিন বলেছেন: জন্মই তোমার আজন্ম অভিশাপ

২| ১৪ ই অক্টোবর, ২০১৭ রাত ৩:২৬

চাঁদগাজী বলেছেন:



এত কঠিন কথাবার্তা কবিতায় বলা তো নিশ্চয় কঠিন!

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.