নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। মফস্বল সাংবাদিক ।।(**) - আহমেদ রুহুল আমিন ।

২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১২:৫৬

সমাজটা ঘুণে ধরা
দূর্নীতি,অন্যায়,
প্রাকৃতিক দুর্যোগ,খরা
কিংবা বন্যায় ।

শোষিতের চামড়ায়
শোষকের কর্ষণ,
রাহাজানি, চুরি আর
খুন কিংবা ধর্ষণ ।

চোখ বুজে দেয় ঘুম
আম যতো পাবলিক,
হারাচ্ছে তারা নিত্য
বিবেকের তাবলিগ ।

একজনই জেগে থাকেন
দেখেন ডান- বাঁ-দিক,
সমাজের বিবেক তিনি
মফস্বল 'সাংবাদিক' ।

কেউ বলে 'সাংঘাতিক'
কেউ বা বলে যা তা,
আসলেই'তো 'সাংঘাতিক'
'আতে' লাগলে 'ঘা' টা ।

গর্তের গভীরে কী
খুঁড়ে খুঁড়ে ধাপে ধাপ,
কেঁচো খুঁজে বের করেন
ইয়া 'অজগর সাপ' ।

কেউ জানায়না কিছু
কেউই নয় সাপোর্টার,
মানুষের কল্যাণে
তিনি হন 'রিপোর্টার' ।

হিংস্রতা, হানাহানি
যতো সংঘাত যা তা,
নিমেষেই নেন খবর
যিনি 'সংবাদদাতা' ।

******************
সবার মন অবচেতন
আশ-পড়শীর নেয়না খোঁজ,
ঘটনা কী দূর্ঘটনায়
এড়িয়ে চলা হররোজ ।

গ্রাম পুড়ে ছারখার যখন
ছাইয়ের হয়না বার্ণলিষ্ট,
অন্তর পুড়ে অঙ্গার করে
সংবাদ ছাপেন 'জার্নালিস্ট' ।

একজনই'তো রাখেন খবর
দেখেন সবার গতিবিধি,
তিনি'তো আর কেউ নন
খোঁজ খবরের 'প্রতিনিধি' ।

দেশ,মাটি,মাতৃকাকে
'ভালবেসে' খান না,
উজাড় করে দেন শুধু
'ভালবাসা' পান না ।

মেঘে মেঘে যায় বেলা
সময় গড়ায় তার ফাঁকে,
সেই মানুষটির 'স্বর্ণসময়'
'জীবন সায়াহ্নের' ছবি আঁকে ।

বয়সের ভারে নেমে আসে
ভগ্নস্বাস্থ্যে দুর্দশা....,
তাঁর খবর আর কেউ রাখেনা
তিনি শুধুই 'প্রথিতযশা' ।
=============
(**) একজন 'প্রথিতযশা' সাংবাদিকের সম্মানে লেখা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুলাই, ২০১৮ দুপুর ১:২০

জয়নুলের কাক বলেছেন: ভালো লেখা। চেষ্টা অব্যাহত থাকুক। শুভকামনা...

২| ২৮ শে জুলাই, ২০১৮ বিকাল ৫:২৪

রাজীব নুর বলেছেন: মফস্বল সাংবাদিকরা টাকার জন্য হা করে বসে থাকে। টাকা দিয়ে তাদের দিয়ে অনেক কিছু করানো যায়।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.