![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
কষ্ট আছে 'শৈশবেতে'
কষ্ট আছে 'পড়ায়',
কষ্ট কিনা কিশোর বেলায়
'দুষ্টুমিতে'ই গড়ায় ।
কষ্ট যখন খেলার সাথী
দলবেঁধে দেয় ছুট,
কষ্ট থাকে মনে মনে
'একলা দলছুট' ।
কিছু কিছু কষ্ট থাকে
যায়না'তো আর বলা,
কষ্ট থাকে অভিমানে
বুক ভরে একদলা ।
কষ্ট থাকে 'ভালবাসায়'
কষ্ট 'নিটোল প্রেমে',
কষ্ট বাড়ে দিনে দিনে
ঝাপসা 'কাঁচের ফ্রেমে' ।
কষ্ট বিয়োগ ব্যথায় -
আপন জনের মৃত্যুশোকে,
'শতকষ্ট' একমাত্র
'সন্তান' যায় বখে ।
কষ্ট আছে 'বার্ধক্যে'
'রোগ- ব্যাধি' আর 'জ্বরায়',
'অর্থ কষ্ট' বড় কষ্ট
'অর্থ' যখন ফুরায় ...।
-------------
২| ১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৮
রাজীব নুর বলেছেন: কবিতাতো ভন্ডামি, শব্দের খেলা মাত্র
জীবনের খেলা বড্ডো রুক্ষ, হাহাকারে ভরা।
৩| ২২ শে আগস্ট, ২০১৮ সন্ধ্যা ৭:৪২
বর্ণা বলেছেন: কষ্ট ছাড়া তো কিছুই হয় না।
©somewhere in net ltd.
১|
১৯ শে আগস্ট, ২০১৮ বিকাল ৪:৪৭
বাকপ্রবাস বলেছেন: আমার অনেক আগে লেখা এক কষ্ট কাব্য..
কষ্টে আছি
আছি ভীষণ কষ্টে
হাত দিওনা, ভস্ম হবে
আমার কালো নষ্টে।
কষ্ট আমার নষ্ট ভীষণ
কষ্ট ভীষণ কালো
কষ্ট কালো নষ্ট হল
তোমায় বেসে ভাল।
-
কষ্ট ভাল লাগল।