নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
এই 'সময়েতে' কিশোর যুবা
'সময়েতে' বুড়ো,
'সময়ে' গাছে ফল থাকেনা
উপড়ানো হয় মুড়ো ।
এই 'সময়' নষ্ট করে ভ্রষ্ট
জীবন কষ্ট তোর,
কথায় বলে 'সময়ের' এক
'অসময়ের' দশ ফোঁড় ।
'সময়' নিয়ে কথা দিয়ে
করলে সময় ক্ষেপন,
'সময়ে' তা চরিত্রে
দেয় 'কালিমা' লেপন ।
'সময়' নিয়ে জীবন চর্চা
'সময়ে' যোগ- ধ্যান,
'সময়েতে' থাকেনা আর
'সময় কান্ডজ্ঞান' ।
'সময়' বলে এই 'সময়' না
'সময়' আছে আরো,
'সময়' যাবে সেই 'সময়ে'
'সময়'তো নয় কারো ।
এক পলকের এইতো জীবন
কাটবেনা'তো রেশ,
'সময়ের' কাজ করবো যখন
'সময়' হবে শেষ..... !
======
২| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:৩০
আকতার আর হোসাইন বলেছেন: বারনার একই শব্দের ব্যবহার যদিও দৃষ্টিকটু, তবুও ভাল হয়েছে..
৩| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ সকাল ৯:৩৪
রাজীব নুর বলেছেন: খুব সুন্দর।
©somewhere in net ltd.
১| ০৫ ই সেপ্টেম্বর, ২০১৮ রাত ১২:০৯
ল বলেছেন: আপনার লেখাটা মনোমুগ্ধকর।