নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
এই শহরে ইটের পরে ইট বিছিয়ে
শহরজুড়ে বাড়ছে বাড়ি,
এই শহরে চিটের পরে চিট মানুষের
বাড়ছে হাতে টাকা- কড়ি ।
এই শহরে সৎ এর উপর সৎ মানুষের
জীবনভর আহাজারি,
এই শহরে অসৎ পথে পথ বসিয়ে
'সৎ-মুখোশের' ছড়াছড়ি ।
এই শহরে রোজে রোজে মানুষ এতো
যানবাহনে কোথায় যায় ?
এই শহরে খোঁজে খোঁজে মানুষ কতো
কোথাও কি না হারিয়ে যায় !
এই শহরে খেই হারানো খাই খাই
আর ক্রুদ্ধ মানুষে বাজার ভার,
এই শহরে নেই মানুষের নাই নাই
শুধু জীবনযুদ্ধ হাহাকার ।
এই শহরে ভয়ে ভয়ে 'করোনাতে'
এই'তো বুঝি জীবন যায়,
এই শহরে ক্ষয়ে ক্ষয়ে মরণ হাতে
জুজুবুড়ির কি মন চায়..... !
এই শহরে খাওয়া লাগে মুহূর্তেই
মাঝে মাঝে মেন্যু চেঞ্জ,
এই শহরে যাওয়া লাগে ঘুরতেই
মাঝে মাঝে ভেন্যু চেঞ্জ ।
===========
ঢাকা, মালিবাগ মৌচাক মোড়,
১ সেপ্টেম্বর , ২০২০
০৫ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ.....
©somewhere in net ltd.
১| ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:৪৫
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।