নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। শিয়ালীয় কান্না ।। - আহমেদ রুহুল আমিন ।

০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:০৯

আমার এক জ্ঞাতি চাচা
যিনি দু'ভাইয়ের একমাত্র অনুজ,
যাঁকে দেখতাম শৈশবে-
ঠিক শিয়ালের মতো কাঁদতে ....!
পিতৃ প্রদত্ত ভুসম্পত্তির নিত্য খুনসুটি
অগ্রজের সাথে-
যার পরিণতি এই
আকাশ- বাতাস বিদীর্ণ
করা 'মানবীয় শিয়ালকান্না'...।
এর মর্মভেদ বুঝে উঠতে
আমার চার যুগ পেড়িয়ে গেছে...
এখন অন্তত: এটুকু বুঝি-
ওটা ছিল ওঁদের নিজেদের
অস্তিত্ব লড়াইয়ের এক
'মানবীয় শিয়ালকান্না' !
জ্ঞাতির রক্তীয় স্রোত
প্রবাহমান আমার শরীর- মনোবৃত্তি-
মানসিকতায় শিয়ালীয়-মানবীয়
অস্তিত্বে দীর্ঘদিন পর..............
এখন আমারও মাঝে মাঝে ইচ্ছা করে,
ঠিক ওইরকম শিয়ালের মতো কাঁদতে ;
এই পৃথিবীর দুর্দশায় অস্তিত্ব লড়াইয়ে
আকাশ- বাতাস বিদীর্ণ করে
আমিও কাঁদি- শুধুই কাঁদি ...!
-কেঁদে কেঁদে চিবুক জুড়ে
চোখের জলে বান ভাসুক আর
সুবিশাল বহতা নদী হয়ে যাক
পৃথিবীর একমাত্র ত্রিমাত্রিক আবাসস্থল ।
হয়'তো-
সেই শিয়ালীয় মানব কান্নার কালিতে
লেখা হবে- পৃথিবীর দুর্দশার অস্তিত্ব লড়াইয়ের
এক 'মানবীয় কান্নার' যুগান্তকারী ইতিহাস....!!
======================

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ০৮ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:২৭

রাজীব নুর বলেছেন: কবিতাটা ভালো লাগে নি। স্যরি।

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৪৩

আহমেদ রুহুল আমিন বলেছেন: কবিতা ‘ভালো না লাগাটা’ও এক ধরনের ভালো লাগা, আর সেই ভালো লাগাটা হলো কবির জন্য যে ‘ভালো না লাগা কবিতা’ও অনেক ভালো পাঠক পড়েন বলে মন্তব্য দিতে পারেন - ধন্যবাদ ।

২| ০৯ ই জানুয়ারি, ২০২১ রাত ১২:২০

অধীতি বলেছেন: শেয়ালের কান্না তো ধূর্ত। বর্তমান মানুষের কান্নাও শেয়ালের কান্নার মত ধূর্ত। ভবিষ্যৎ রচিত হবে ধূর্ত কান্নার উপর ভিত্তি করে। বিষয়টা এমন কি?

১১ ই জানুয়ারি, ২০২১ রাত ১১:৫১

আহমেদ রুহুল আমিন বলেছেন: আমি কিন্তু শিয়ালের ডাক বলি নাই। বলেছি শিয়ালের কান্না....। কান্না শব্দটির সাথে ধূর্ত শব্দটি ঠিক যায়না । কান্না’তো কান্নাই- যেখানে শুধু বেদনা বা দুঃখবোধের ব্যাপার থাকে। শিয়ালও কুকুরের মতো উচ্চ স্বরে একাকী কাঁদে..... ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.