নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। কবর কাব‍্য ।। - আহমেদ রুহুল আমিন ।

০৫ ই সেপ্টেম্বর, ২০২১ রাত ৯:১০

উঠোন জুড়ে দাদির কবর
ডালিম গাছের তলে,
নাতি জানেনা দাদুর বুকে
কিসের আগুন জ্বলে !

সড়কপথে পীরের কবর
গরম হাট বাজার,
রেলপথে আর থাকেনাতো
ঠান্ডা পীরের মাজার ।

কবরে জ্বলে ওলিআউলিয়ার
ঝাড়বাতি আর ধুপ,
বাপ-দাদাদের কবর থাকে
বাঁশঝাড়ে নিশ্চুপ ।

আগুনে ভস্ম গুম হওয়া লাশ
শুধুই একটি খবর,
সলীল সমাধিতে জানি
থাকেনা' আর কবর।

সহস্র যুগ লাশ গলেনি
স্নো-হোয়াইড ফিড এ,
ফারাও রাজার মমির কবর
মিশরে পিরামিডে।

এক মুহুর্তে হাতের মুঠোয়
সব খবরই জানি,
জানিনা কখন-হবে কোথায়
নিজের কবরখানি ।

এক পলকের এই পৃথিবী
জীবন সবার মিছে,
ওই কবরে যেতেই হবে
দুদিন আগে-পিছে ।

কবরে লাশ আছে কী নাই
সেই খবর কে জানে,
ভালোবাসার কবর থাকে
বুকের মধ‍্যিখানে।
=============
ছবি কার্টেসী : অন্তর্জাল।

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই সেপ্টেম্বর, ২০২১ বিকাল ৫:৪৯

মো চৌঃ বলেছেন: ভাল লাগল

২| ২২ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৬

মহাজাগতিক চিন্তা বলেছেন:



বয়স বাড়তেই কবরের কথা
ভাবি বসে মনে মনে
হঠাৎ একদিন হয়ত আমার
দেখা হবে তার সনে।
একাল হতে সেকাল যাত্রায়
জানি না কি আছে কপালে লেখা
সবারে ছেড়ে কবরের পেটে
যখন হয়ে যাব নিঃসঙ্গ একা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.