নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। এই হাত -সেই হাত ।। - আহমেদ রুহুল আমিন।

২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:২১

এই হাতে - হাত মিলানো নিত‍্য বারণ,
সেই হাত যখন রোগ-বালাইয়ের বড় কারণ।

এই হাত দিয়েই রোজগারের পথ হয় সবার ।
সেই হাত দিয়ে উজার করি খাবার-দাবার ।

এই হাত দিয়েই ঈশারাতে ডাকতে পারি,
সেই হাতেই যখন কষ্টে জীবন দিচ্ছি পাড়ি ।

এই হাতেই পরা অস্ত্রে খুনি তাজা হয়,
সেই হাতেই কড়া পরেই খুনির সাজা হয়।

এই হাতেই টেটু নায়িকা এঁকে মেসেজ দেয়,
সেই হাতের লেখায় পাতায় পাতায় পেসেজ হয়।

এই হাতের রেখায় ভাগ‍্য থাকে জে‍াতিষ বলে,
সেই হাতেই শ্রমে মেধায় খেটে ভাগ্য ফলে ।

এই হাতের শপথ রক্ষা করে বন্ধু যতন,
সেই হাতের মুষ্ঠিবদ্ধ শক্তি ঘটায় পতন।

এই হাতেই আছে বিষম শক্তির দশানন,
সেই হাতের পুজোয় পরম ভক্তির পঞ্চানন ।

এই হাতেই দু'হাত পেতে ধরি মোনাজাত,
সেই হাতের পানাহ্ই দিবেন প্রভু শেষ নাজাত।

এই হাতেই সাড়ে তিনহাত সবাই নিজের মাপে,
সেই হাতের মাপে শেষ ঠিকানা খাপে খাপে।

এই হাতেই করি অবৈধ সব আয়- উপার্জন,
সেই হাতেই মিলে হিসাব শেষে শুন‍্য সব অর্জন।

=========
ছবি কার্টেসী : অন্তর্জাল।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ২৬ শে সেপ্টেম্বর, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: আর সুনীল বলেছেন, এই হাত ছুয়েছে নীরার চিবুক, আমি কি এই হাতে কোনো পাপ করতে পারি?

২| ২৭ শে সেপ্টেম্বর, ২০২১ সকাল ৯:৫৮

মহাজাগতিক চিন্তা বলেছেন: এই হাতেই হয় অনেক হাতাহাতি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.