নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। সুবিধাবাদী ।। - আহমেদ রুহুল আমিন ।

১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১০

শৈশবে শুনেছিলাম মায়ের কাছে,
'চৈতালি' নামে তাঁর এক 'সই পাতা' আছে ।

মা-বাবা হারা মায়ের ছোট্ট বেলায়,
‘সই’ এর সাথে ভাব ছিল পুতুল খেলায় ।

মান-অভিমানে ছিল কতোনা ব্যথা,
প্রাণখুলে বলতো তাঁর মনের কথা ।

বারমাসে তেরো পাবন দু'সই এর বাড়ি,
‘ঈদ-পুঁজোয়’ আসা-যাওয়া ছিলনা ‘আড়ি’ ।

স্কুল-কলেজেতে শৈশবে আরও,
‘পবিত্র’-‘যামিনী’ বন্ধু প্রিয় আমারও ।

বাপ-চাচা- ভাই- পাড়া-পড়শি অসীম,
স্মৃতিতে ভাসে আজো বন্ধু প্রতিম ।

স্ত্রী-পুত্র- কণ্যারও রক্ত নালিকায়,
ফোন-ফেসবুকে থাকে ‘প্রিয় তালিকায়’ ।

এ এক অটুট বন্ধন যা- ‘বিনা তারের’,
মনে পড়ে প্রিয় মুখ 'দীনেশ' স্যারের ।

‘হিন্দু - মুসলমান’- বাঙালি আমরা সবাই,
একবৃন্তে দু’টি ফুল মিলে ভাইভাই ।

বাংলার মাটি -পানি -আলো আর বায়ু,
স্রষ্টার সেরা দানে সমান আয়ু ।

আম-পাবলিক মাঝে মাঝে করি ‘কাঁদাকাঁদি’-
সুবিধাটা নেয় শুধু ‘সুবিধাবাদি’...!!
=================

মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:১৫

চাঁদগাজী বলেছেন:



মা ভালোই ছিলেন, আপনার কি অবস্হা?

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: আগে কী সুন্দর দিন কাটাতাম,
‘হিন্দু-মুসলমান’ সুখে বন্ধু পাতাতাম ।
এখন সবাই জাতের নামে বজ্জাতির পাজি,
আমার চেয়ে ভালোই জানেন ভাই ‘চাঁদগাজী’ ।

------অশেষ ধন্যবাদ চাঁদগাজী ভাই মন্তব্যের জন্য।

২| ১৭ ই অক্টোবর, ২০২১ রাত ১১:৪৭

রাজীব নুর বলেছেন: পড়লাম।

১৮ ই অক্টোবর, ২০২১ রাত ১১:০৯

আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.