নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
ডিগ্রিধারী শিক্ষিত
রক্ত চোষা জোচ্চোর,
বলছে মানুষ পুকুর চুরি-
বালিশকান্ডের খোদচোর ।
নিরক্ষর বিশ্ব নবী
শাতিল আরব বুলবুলের,
ছিলনাতো ডিগ্রি কোন
রবীন্দ্রনাথ - নজরুলের ।
বিশ্বে যখন জয়জয়কার
নিউক্লিয়াস - প্রোটনের,
এই অবদান ডিগ্রি বিহীন
আইনস্টাইন -নিউটনের ।
আইসিটির ক্লাসে'তো আর
পায়নাই'তো সফল মার্ক,
বিশ্বে সফল ব্যাকব্যাঞ্চার
বিলগেটস আর জোকারবার্গ ।
কত্তোবড়ো মাপের মানুষ
বিশ্ব জুড়ে নাম যার,
দম্ভভরে খালিহাতে
গেছেন আলেকজান্ডার ।
হাতের মুঠোয় গুগল মামা
আছেন বসে সর্বদা,
জানতে সহজ মুহুর্তেই
বিশ্বকোষের মর্মটা ।
পোলা মাইয়া আন্ডা বাচ্চা
থাকবেনা অশিক্ষিত,
ইচ্ছে করলে স্বশিক্ষায়
হতে পারে সুশিক্ষিত ।
ফাইভ পাস আর এইট পাস
ড্রাইভার পিওন অফিস গার্ড,
নিত্য কাজে মানুষ লাগে
ফোর্থ ক্লাস কী সেকেন্ড - থার্ড ।
ডিগ্রি বিহীন মানুষ আছে
দুই দুই গুণে যখন চার,
দামে সস্তা মানে ভাল
ঠিক 'কাকলী ফার্নিচার' ।
সবার আগে 'মানুষ' ভাবা
ভালোবাসার মানুষ চাই,
গুণেমানে 'ভালো মানুষ'
যার উপরে ডিগ্রি নাই ।
============
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৬
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।
২| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১০:৪৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: অসাধারণ
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৭
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ ।
৩| ০৯ ই নভেম্বর, ২০২১ সকাল ১১:০২
না মানুষী জমিন বলেছেন: চমৎকার ।
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৯:৫৮
আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ, শুভকামনা ।
৪| ০৯ ই নভেম্বর, ২০২১ দুপুর ১২:৪৮
এস সুলতানা বলেছেন: সুন্দর এবং বাস্তব কবিতা। শুভ কামনা সতত। আমার বকাগে ঘুরে আসার আমন্ত্রণ রইলো।
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০০
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ, অাপনার জন্য শুভকামনা ।
৫| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ৮:৩৮
সাড়ে চুয়াত্তর বলেছেন: চমৎকার কবিতা।
০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১০:০১
আহমেদ রুহুল আমিন বলেছেন: ধন্যবাদ, শুভকামনা সতত: ।
©somewhere in net ltd.
১| ০৯ ই নভেম্বর, ২০২১ রাত ১২:৩৯
রাজীব নুর বলেছেন: বাস্তব কবিতা।