নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
তুমিযে নারী, মাতা- ভগিনী
সে কথা নগন্য,
তুমিতো গোলাপ পাপড়ি-পুচ্ছ
কেবল ভোগ্য পণ্য!
- এ মতাদর্শের বিপরিতে চলা
ইসলামী চেতনায়,
পদে পদে যারা হয় লাঞ্চিত
বিষাক্ত যাতনায়।
'আল্লাহু আকবার' তাকবির ধ্বনিতে
'শহীদ' হোক 'গাজী' আর,
ঘোড় সওয়ারে দুলকী চলেযে
'সুলতানা রাজিয়ার'।
তোমার শানিত কন্ঠ ধ্বনিতে
খোদার আরশ কাঁপে,
জাহান্নামের লেলিহান দোলে
গণমানুষের পাপে।
স্রষ্টার দেয়া বিধান মানিতে
ভ্রু কেন কুচকান,
লাখো- কোটি সে 'মুসলিম নারীর'
কন্ঠ যে 'মুসকান'।
টুপিঁ-দাড়ি -টিকি নয় কোনটাই
মানুষের পরিচয়,
'মনুষ্যত্ব বোধ কেবল মানুষের থাকে
পশুর কখনোও নয়।
শাখা- সিঁদুরের তুলনা কখনোও
''হিজাবের' ধারায় নয়,
'হিজাবে' রয়েছে সম্ব্রম নারীর
সম্মানও নিশ্চয়।
হাজার বছর শাসনে চলেছে
দিল্লীর মসনদ,
বাদশাহী মোগল ইসলামী ধারার
নবাবীর নীলনদ।
কালের স্বাক্ষ্য 'তাজমহল' যতো
মোগলীয় নিদর্শন,
যুগে যুগে আছে হিমালয়সম
'ইসলামীক' দর্শন।
বিশ্ব মুসলিম জাগবে আবারো
রুখবে'তো অপমান,
আগে বাড়ো- তুমি 'সুলতানা রাজিয়া'-
'বিবি মুসকান খান' ।
-----------------------------------
২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৬
রাজীব নুর বলেছেন: মুসকান কি এমন করেছে সেটাই ভেবে পাই না। রাস্তার মধ্যে চিৎকার করে আল্লাহু আকবর বলেছে- তাতে দেশ বা সমাজের কি উপকার হলো?
©somewhere in net ltd.
১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২১
মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর++++