নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

মানুষের জীবনকাল মাত্র দু’দিনের, যার একদিন যায় স্বপ্ন দেখতে আর একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ।

আহমেদ রুহুল আমিন

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। বিবি মুসকান খান ।। - আহমেদ রুহুল আমিন ।

১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:১৮

তুমিযে নারী, মাতা- ভগিনী
সে কথা নগন্য,
তুমিতো গোলাপ পাপড়ি-পুচ্ছ
কেবল ভোগ্য পণ্য!
- এ মতাদর্শের বিপরিতে চলা
ইসলামী চেতনায়,
পদে পদে যারা হয় লাঞ্চিত
বিষাক্ত যাতনায়।
'আল্লাহু আকবার' তাকবির ধ্বনিতে
'শহীদ' হোক 'গাজী' আর,
ঘোড় সওয়ারে দুলকী চলেযে
'সুলতানা রাজিয়ার'।
তোমার শানিত কন্ঠ ধ্বনিতে
খোদার আরশ কাঁপে,
জাহান্নামের লেলিহান দোলে
গণমানুষের পাপে।
স্রষ্টার দেয়া বিধান মানিতে
ভ্রু কেন কুচকান,
লাখো- কোটি সে 'মুসলিম নারীর'
কন্ঠ যে 'মুসকান'।
টুপিঁ-দাড়ি -টিকি নয় কোনটাই
মানুষের পরিচয়,
'মনুষ্যত্ব বোধ কেবল মানুষের থাকে
পশুর কখনোও নয়।
শাখা- সিঁদুরের তুলনা কখনোও
''হিজাবের' ধারায় নয়,
'হিজাবে' রয়েছে সম্ব্রম নারীর
সম্মানও নিশ্চয়।
হাজার বছর শাসনে চলেছে
দিল্লীর মসনদ,
বাদশাহী মোগল ইসলামী ধারার
নবাবীর নীলনদ।
কালের স্বাক্ষ্য 'তাজমহল' যতো
মোগলীয় নিদর্শন,
যুগে যুগে আছে হিমালয়সম
'ইসলামীক' দর্শন।
বিশ্ব মুসলিম জাগবে আবারো
রুখবে'তো অপমান,
আগে বাড়ো- তুমি 'সুলতানা রাজিয়া'-
'বিবি মুসকান খান' ।
-----------------------------------

মন্তব্য ২ টি রেটিং +১/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ১১ ই ফেব্রুয়ারি, ২০২২ রাত ১১:২১

মহাজাগতিক চিন্তা বলেছেন: সুন্দর++++

২| ১২ ই ফেব্রুয়ারি, ২০২২ দুপুর ১:১৬

রাজীব নুর বলেছেন: মুসকান কি এমন করেছে সেটাই ভেবে পাই না। রাস্তার মধ্যে চিৎকার করে আল্লাহু আকবর বলেছে- তাতে দেশ বা সমাজের কি উপকার হলো?

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.