![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট ।”- আহমদ ছফা ।
ওরা 'তেঁতুলিয়ার' মেয়ে
ওরা ছুটবে অনেক দুর,
ওদের মেলছে ডানা খানিক
স্বপ্ন 'অচিনপুর' ।
ওদের ভাবনা আছে কত
আকাশ যেমন কাঁদে,
ওদের মিতালি যার সাথে
সে'তো নিত্য প্রাণে বাঁধে।
ওরা 'সিপাইপাড়া'র মেয়ে
ওদের ভাব'তো বুঝা দায়,
ওরা মেঘের ছবি আঁকে
নীল আকাশের গায়।
ওরা আঁকে নদী-পাহাড়
দুরের সীমানায়,
আঁকছে বসত বাড়ি
মেঘের আঙিনায় ।
ওরা 'দলুয়াগছের' মেয়ে
ওদের ভাবনা শত শত,
ওরা দিবে আকাশ পাড়ি
'খাবি- খাচ্ছে' অবিরত ।
ওরা 'ডান'কে বুঝে বাম ,
হিসেব পানির মত,
ওরা নয়'কে বুঝে ছয়
'আগামী'টা 'গত' ।
ওরা 'শিবচন্ডির' মেয়ে
ওদের ভাবনা গুলো ঠিক,
ওরা ঝোপ বুঝে কোপ মারে,
হারাবেনা’তো দ্বিক ।
ওরা হারতে রাজি নয়,
মরতে রাজি আছে ,
ওরা 'মচকাবেনা' মোটেই
'ভাঙবে' না হয় পাছে ।
(**) অভিন্দন পঞ্চগড়বাসীর গর্ব বাংলাদেশের জাতীয় দলের এথলেট পঞ্চগড় জেলার তেঁতুলিয়ার মেয়ে জান্নাতুন নাহারকে ।
২| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৬
আহমেদ রুহুল আমিন বলেছেন: প্রথমেই আপনাকে ধন্যবাদ জানাই কবিতাটি মনোযোগ দিয়ে পড়ার জন্য । আসলে, অজপাড়াগাঁ থেকে বেড়ে ওঠা অদম্য এক বালিকা পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার দেবনগড় ইউনিয়ন এর দলুয়াগছ গ্রামের মেয়ে জান্নাতুন নিহার! ছোট থেকেই খেলাধুলার প্রতি তার ঝোক হয়তো তাকে আজ দেশসেরা বানিয়েছে
৩| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:০৮
আহমেদ রুহুল আমিন বলেছেন: আন্তঃপ্রাথমিক ক্রীড়া প্রতিযোগিতায় সে এখন জাতীয় পর্যায়ে প্রথম
৪| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:১০
আহমেদ রুহুল আমিন বলেছেন: এর আগে সে ইউনিয়ন পর্যায়ে প্রথম হয়ে পর্যায়ক্রমে,উপজেলা, জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রথম স্থান অধিকার করে
৫| ২২ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ১১:৩৯
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: আহমেদ রুহুল আমিন@
অনেক ধন্যবাদ আপনাকে। আমি আসলে বোঝার জন্যই চেয়েছিলাম। আপনি সুন্দর ব্যাখ্যা করেছেন। আপনার আন্তরিকতায় আমি মুগ্ধ।
©somewhere in net ltd.
১|
২১ শে সেপ্টেম্বর, ২০২২ রাত ৯:৪৭
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: অভিনন্দন নাহারকে। তার সাফল্য কী কী? ফিল্ড, নাকি ট্র্যাকে - কোন ইভেন্টে তিনি খেলেন?

কবিতা ভালো হয়েছে। কিন্তু এক জায়গায় কনফিউশনে পড়ে গেলাম - তারা ডানকে বোঝে বাম, নয়কে করে ছয়, ঝোপ বুঝে কোপ মারে - এগুলো তো নেগেটিভ টার্ম
আপনি কখনো সবুজ অঙ্গনের নাম শুনেছেন?