নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
ধোবাওড়ার 'মন্দিরকোনা' কিংবা
'কলসিন্দুর'.............
এইতো, বাংলার আর দশটা
গ্রামের মতো গ্রাম -
যেখানে আছে রাঙ্গাভোরের মাটির পাহাড়-
শ্যামল বন, আদিগন্ত ধানক্ষেত,
রাই-সরিষার দিগন্তজোড়া সোনালী আঁচড়,
বাঁশফালি চাঁদের জোৎস্না নোয়ানো 'নিতাই নদী' ।
আর আছে হাতের নাগালে আকাশ ছোয়ার
সবুজ স্বপ্নের বীজবোনা লাল সবুজের
'তাসলিমা'-'সানজিদা' কিংবা
পাহাড়িকণ্যা 'মারিয়া' নামীয় অদম্য বালিকারা ।
শুধু - পিছনে পড়ে থাকে অবহেলায়
এগারোতলা ইমারতের ভিত্তির
সুনিপুণ হাতের কুশিলব
তাদের 'মফিজ স্যার' কিংবা
'মিনতি ম্যাডাম'....!!
আমাদের'তো দেখার চোখ নেই,
নাহলে কি'কোরে দেখবো -
জোড়া পাঁয়ের 'কিকিং' কিংবা
'ড্রিবলিং' এর কী নিখুত কসরতের
সৃজনশীল লৌকিক শিল্পকলা ।
আমরা'তো দেখিনা-
প্রতিপক্ষের একশ অশ্বশক্তির পায়ে ছোড়া বল
কি'কোরে নিমেশেই 'হেডবল' হয়ে
গোলবারে ফিরে যায়,
কিভাবে অস্থীর মাঠ জুড়ে চলে-
'ট্রাপিং', 'ট্যাকলিং' কিংবা তাদের 'গোলকিপিং' এর মতো
যাদুমাখা দমবন্ধের শৈল্পিক কলাকৌশল...!!
যেভাবে-
শাসরুদ্ধকর এই সময়ের ঘড়িতে চলে
ষোলকোটি হাতের সেলফোন স্ক্রীনে
বাংলার অহংকারের কাব্যকলা..!!
হয়তো, রুপের জৌলুশ নেই-
থাকতে পারে সদ্য বেড়ে উঠা কিশোরীর
উত্থিত স্তন - সুডৌল নিতন্ব
কিংবা একাদশীর চাঁদমাখা
নিকোন উরু-জঙ্মা -
নিটোল পেটানো সর্পিল মাখন শরীর....।
অথচ, কি আশ্চর্য-
আজ তোমরা শুধুই উপলব্ধি করো -
রয়েল বেঙ্গল এই বাঘিনীদের নিটোল -
সর্পিল মাখন শরীরে
তোমাদের নিজস্ব কামনার
যৌনতার পাশবিক নৃত্যকলা...!!
ধিক্...তোমাদের শ'ত ধিক্.....
ঘৃণা যতোটুকু ছড়ায়-
ঠিক ততোধিক...!!
-----------------****--------------
ছবি : অন্তর্জাল থেকে ।
০৩ রা অক্টোবর, ২০২২ রাত ৯:৩৮
আহমেদ রুহুল আমিন বলেছেন: অনেক ধন্যবাদ মন্তব্যের জন্য, আপনার মনস্কামনা যেন পুর্ণ হয় এই কামনা রইল,
ভাল থাকবেন-----
২| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:১১
মনিরা সুলতানা বলেছেন: অদম্য কলসিন্দুরেরা সহ ক্রিকেট ফুটবলের মেয়েরা আমাদের গর্ব।
০৩ রা অক্টোবর, ২০২২ রাত ৯:৩৯
আহমেদ রুহুল আমিন বলেছেন: ঠিক তাই, ধন্যবাদ মন্তব্যের জন্য ।
৩| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:৫০
জগতারন বলেছেন:
+++
সুন্দর কবিতা।
পড়ে আমার খুব ভালো লাগিল।
এ কবিতা লেখক কবির প্রতি আমার আন্তরিক অভিন্দন জানাই।
ময়মনসিং-এর কলসিন্দুর একটি বিস্ময়কর গ্রামের নাম।
আর সেই গ্রামের সেই প্রাইমারি স্কুল টি।
০৩ রা অক্টোবর, ২০২২ রাত ৯:৪৩
আহমেদ রুহুল আমিন বলেছেন: আপনাকে ভালো লেগেছে জেনে আমারও ভালো লাগছে । আসলেই তাই, কলসিন্দুর এক বিশ্বয়কর গ্রাম । বিশেষ করে, মফিজ স্যার আর মিনতি ম্যাডামের মতো শৈশবের ভিত্তির কুশিলব যদি বাংলাদেশের প্রতিটি গ্রামে থাকতো, তাহলে, বাংলার অদম্য মেয়েরা আরো অনেক কিছু দেশকে দিতে পারতো । অনেক অনেক ধন্যবাদ ও শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ০২ রা অক্টোবর, ২০২২ রাত ১০:০৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
ফুটবল ক্রিকেট সহ সকল পেশায় পিছিয়ে থাকা মেয়েরা উত্তরোত্তর আরোও ভালো করুক। পোস্টে প্লাস +++