নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
শাহ, সৈয়দ, মুঘল, পাঠান
ইতিহাসে মিলে খোদ,
তিনশত বছর শাসন করেছে
দিল্লীর মসনদ ।
ভারতীয় উপমহাদেশ জুড়ে মিলে
ইসলামী নিদর্শন,
মুঘল সাম্রাজ্য প্রতিষ্ঠাতা সম্রাট
বাবরের দর্শন।
করুণাময়ের কৃপা খুঁজে ফিরে
রাজ দরবারে বসে,
অযোধ্যার সেই খোদার ঘরেতে
মন পড়ে থাকে চসে ।
খোদার ঘরের সেই সিক্ত মাটি আজ
বাবরের কান্নায়,
একশত কোটি চোখের নহর বহিছে
গঙ্গা আর যমুনায় ।
ভেঙ্গেছে মসজিদ ক্ষতি কী তাতে
ঈমান ভাঙ্গেনি তাও,
খোদার জমিন সবি পাক মাটি
যেখানে সিজদা দাও ।
বাজাইছে যারা ধর্মের ঢোল
তা ক্ষনিকের উৎসব,
নবীর শিক্ষা মুসলিম উম্মাহ্
ক্ষমা করে দিও সব ।
মসজিদ ভেঙ্গে মন্দির গড়ে
হবেনা'কো স্মৃতি নাশ,
ইতিহাস মুছে ইতিহাস হবে
কলঙ্কিত ইতিহাস।
=============
ফটো ক্রেডিট : ইন্টারনেট থেকে।
২| ৩০ শে জানুয়ারি, ২০২৪ সন্ধ্যা ৬:১১
বিজন রয় বলেছেন: কৃপা করুন!
©somewhere in net ltd.
১| ২৬ শে জানুয়ারি, ২০২৪ বিকাল ৫:০৩
রাজীব নুর বলেছেন: সুন্দর।