নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

“ কাউকে জ্ঞান বিতরণের আগে জেনে নিও যে তার মধ্যে সেই জ্ঞানের পিপাসা আছে কি-না। অন্যথায় এ ধরণের জ্ঞান বিতরণ করা হবে এক ধরণের জবরদস্তি। জন্তুর সাথে জবরদস্তি করা যায়, মানুষের সাথে নয়। হিউম্যান উইল রিভল্ট। ” -আহমদ ছফা ।

আহমেদ রুহুল আমিন

“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।

আহমেদ রুহুল আমিন › বিস্তারিত পোস্টঃ

।। আমাদের নস্টালজিক ‘কবিগুরু’ ।।

০৮ ই মে, ২০২৪ দুপুর ১২:২২


................................................
................................................
“অচল শিখর ছোট নদীটিরে
চিরদিন রাখে স্মরণে,
যতোদুরে যায়- স্নেহধারা তার
সাথে যায় দ্রুত চরণে ।
তেমনি তুমিও থাক নাই থাক
মনে কর মনে কর না,
পিছে পিছে তব চলিবে ঝরিয়া
আমার আশিষ ঝরনা ।”
( কবিগুরুর ‘উপহার’ ছড়াটির শেষ কয়েক স্তবক )
- ‘কবিগুরুর’ এই অমোঘবাণীসমৃদ্ধ ছড়াটি পঠণে ( আশির দশকে আমার ছোট মামার সংগ্রহের ত্রিশ/ চল্লিশ দশকের কলকাতা থেকে প্রকাশিত 'শুকতারা' কিশোর ম্যাগাজিনে পঠিত ছড়াটি কবিগুরুর সম্ভবত: সরাসরি পান্ডুলিপি থেকে ছাপানো যেখানে তাঁর স্ট্যাম্পসাইজ ছবিসম্বলিত বাণীও থাকতো ) কবিগুরুর প্রতি প্রথম প্রেম.. । দ্বিতীয়বার প্রেম- “তোমারি খেলা ঘরে শিশুকাল কাটিলোরে- তোমারি ধুলামাটি অঙ্গে মাখি ধন্য জীবন মানি “ কিংবা “তোর দিন ফুরালে সন্ধ্যাকালে কী-দ্বীপ জ্বালিস ঘরে...তখন খেলাধুলা সকল ছেড়ে তোমার কোলে ছুটে আসি”... আমাদের মহান মুক্তিযুদ্ধ অব্যবহিত পরে প্রাণের জাতীয় সঙ্গীতের সাথে আমার কৈশরিক হাইস্কুল জীবনের সাথে মিশে যাওয়া গ্রাম বাংলার প্রকৃতি ও মায়ের অতৃপ্ত ভালোবাসা তথা আমাদের সেই সময়ের প্রজন্মের জীবনযাত্রায় হুবুহু নিঁখুত মিল অন্তরে ধারণ করা ! তারপর একে একে গল্পগুচ্ছ থেকে অন্যান্য কবিতার বই পড়া । এযাবতকালে পড়া অসংখ্য ছোট গল্পের মাঝে সেরা ছোটগল্পটি হৃদয়ে অনুধাবন করা এখনও এসএসসি ক্লাসের পাঠ্যসূচীর ‘পোস্টমাষ্টার‘গল্পটি অন্তর্জালের সন্ধ্যানে মাঝে মাঝে পড়ি প্রিয় লেখকের ‘গল্পগুচ্ছের’ সফট কপিতে --- ‘বালিকা রতন’ আর ‘পোস্ট মাষ্টারের’ ভালোবাসার অব্যক্ত কান্না এখনও চোখের কোণে জল এনে দেয় , বার বার পড়তে ইচ্ছে জাগে- ‘হায় বুদ্ধিহীন মানবহৃদয়.. ভ্রান্তি কিছেুতেই ঘোচেনা ...........’!
কবিগুরুর জীবন সায়াহ্নে নীচের লেখা এই কবিতার চরণগুলো আমার জীবন সায়াহ্নের আজকের দিনগুলোতে অবচেতনমনে এখন বারবার উঁকি দেয়...!! ঠিক এমনটিই আমারও বলতে ইচ্ছে করে-
“আজিকে হয়েছে শান্তি ,
জীবনের ভুলভ্রান্তি
সব গেছে চুকে ।
রাত্রিদিন ধুক্‌ধুক্‌
তরঙ্গিত দুঃখসুখ
থামিয়াছে বুকে ।
যত কিছু ভালোমন্দ
যত কিছু দ্বিধাদ্বন্দ্ব
কিছু আর নাই ।
বলো শান্তি , বলো শান্তি ,
দেহ-সাথে সব ক্লান্তি
হয়ে যাক ছাই ।
......................................
.....................................
আজ বাদে কাল যারে
ভুলে যাবে একেবারে
পরের মতন
তারে লয়ে আজি কেন
বিচার-বিরোধ হেন ,
এত আলাপন ।
যে বিশ্ব কোলের'পরে
চিরদিবসের তরে
তুলে নিল তারে
তার মুখে শব্দ নাহি ,
প্রশান্ত সে আছে চাহি
ঢাকি আপনারে ।”
( কবিতা : ‘মৃত্যুর পরে’
- রবীন্দ্রনাথ ঠাকুর ) ।
‘কবিগুরুর’ আজকের জন্মদিনে তাঁর বিদেহী আত্মার প্রতি রইল বিনম্র শ্রদ্ধা ।

মন্তব্য ২ টি রেটিং +০/-০

মন্তব্য (২) মন্তব্য লিখুন

১| ০৮ ই মে, ২০২৪ বিকাল ৩:৪২

নয়ন বিন বাহার বলেছেন: শৈশবের বিশাল এক জগতজুড়ে কবিগুরুর বিচরণ। সেখানে অন্য অনেকে গৌণ!

০৯ ই মে, ২০২৪ দুপুর ১২:১৪

আহমেদ রুহুল আমিন বলেছেন: আসলেই তাই...। শৈশবে তার লেখা - “আমাদের ছোট নদী চলে বাঁকে বাঁকে/ বৈশাখ মাসে তার হাটুজল থাকে” । ঠিক এমন একটি নদী আমাদের গ্রামে ছিল যা হুবুহু সেই কবিতার প্রতিচ্ছবি । তখন মনে হয়েছিল - কবিগুরু স্বয়ং হয়তো এই নদীতে এসেই কবিতাটি লিখেছিলেন । সেই একাত্তুর সালে তাঁর যেটি আমাদের জাতীয় সঙ্গীত “ আমার সোনার বাংলা...আমাদের সেই সময়ের প্রজন্মের মুক্তিযোদ্ধাসহ সাধারণ বাঙালিদের ধর্মমত নির্বিশেষে সবাইকে যেভাবে দেশপ্রেমে উদ্বুদ্ধ করেছিল অন্য কোনভাবে তা সম্ভব ছিলনা । আপনার মন্তব্যের জন্য অনেক ধন্যবাদ ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.