নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
“ মানূষের জীবনকাল মাত্র দুই দিনের যার একদিন যায় স্বপ্ন দেখতে- একদিন যায় স্বপ্ন ভাঙ্গতে ” ।
"এ সংসারের অনেক পথ মাড়িয়ে আজ বার্ধক্যের দ্বারে এসে উত্তীর্ণ হয়েছি। জানি দুঃখ কাকে বলে, আঘাত কী প্রচণ্ড, বিপদ কেমন অভাবনীয়। যে সময়ে আশ্রয়ের প্রয়োজন সকলের চেয়ে বেশী সেই সময়ে আশ্রয় কিরূপ দুর্লভ।... দেখতে দেখতে 'জীবনের' সুর নেমে যায়, কথা চিন্তা কাজ তুচ্ছ হয়ে আসে।
তখন এইটে জানা আরম্ভ হয় যে, যা পেয়েছি তাতে কোনোমতেই আমার চলবে না এবং যা না হলে আমার চলা অসম্ভব তা আমি কিছুতেই পাচ্ছি না। এমন অসহ্য কষ্টের অবস্থা আর কিছুই নেই।"
- বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর।
২| ২১ শে জুন, ২০২৪ বিকাল ৩:২৪
শায়মা বলেছেন: তার মত করে কে আর ভাবতে জানে?
©somewhere in net ltd.
১| ২০ শে জুন, ২০২৪ রাত ১১:১১
কামাল১৮ বলেছেন: কি সুন্দর অনুভূতির প্রকাশ।এমন করে কয়জন বলতে পারে।